বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে...

আপাতত এটাই দিতিপ্রিয়ার জীবনসঙ্গীত! ছোটপর্দার ‘রানিমা’ প্রেম করছেন! খবর ছড়াতেই সাড়া পড়ে গিয়েছে সংবাদমাধ্যমে। তাঁর প্রেম প্রকাশ্যে দোলের দিন ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেওয়া একটি ছবির দৌলতে। এই প্রথম দিতিপ্রিয়া কোনও পুরুষের সঙ্গে ফ্রেম ভাগ করলেন! ছবিটি দেখতে দেখতে ভাইরাল। ফোনের পর ফোন আছড়ে পড়ছে। সবিস্তার জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। এবং দিতিপ্রিয়া মুক্তকণ্ঠে স্বীকার করে নিলেন, ‘‘হ্যাঁ, প্রেম করছি। আমার থেকে অল্প ব্যবধান। এতদিন কখনও সুহোত্র মুখোপাধ্যায় তো কখনও দিব্যজ্যোতি দত্তর সঙ্গে আমার নাম জুড়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি অকারণ গুঞ্জন। ঠিক প্রেম হতেই তাই সবাইকে জানালাম।’’ এও জানিয়েছেন, তাঁর পছন্দের পুরুষ বিনোদন দুনিয়ার কেউ নন। তবে একেবারে অচেনাও নন। তাঁর নাম জানলে বা মুখ দেখলে অনেকেই চিনে নেবেন। তবে এক্ষুণি সে সব কিছু জানাতে চাইছেন না।

বসন্তের রং আর প্রেমের রং সেদিন মিলেমিশে একাকার। দু’জনেই রংমিলন্তি। সেজেছিলেন সাদা পোশাকে। ‘রানিমা’র সাদা সালোয়ার-কামিজে হোলির রং। গালে-কপালে ভালবাসার। একই ভাবে তাঁর প্রেমিকের সাদা পাঞ্জাবিতে লাল-নীল-হলুদ রং ছড়িয়েছিটিয়ে। এভাবেই দোল খেলতে খেলতে তাঁরা পরস্পরের কাছাকাছি। নিমেষে সেই মুহূর্ত লেন্সবন্দি। আলোর বিপরীতে থাকায় যুগলে যেন সিল্যুট। কীভাবে প্রেম এল? ‘কমন ফ্রেন্ড’ দৌত্য করলেন? দিতিপ্রিয়ার দাবি, ‘‘একেবারেই না। সবটাই ইনস্টাগ্রামের দৌলতে। সেই জন্যই প্রথম ছবি ওখানেই ভাগ করে নিয়েছি।’’ নায়িকার সঙ্গে তাঁর মনের মানুষের প্রচুর মিল। ঘণ্টার পর ঘণ্টা একসঙ্গে সময় কাটাতে ভালবাসেন। নানা বিষয় নিয়ে আলোচনাও করতে পারেন। এবং খুবই ভাল মনের মানুষ। তাই দিতিপ্রিয়ার ভালবাসায় সিলমোহর দিয়েছেন তাঁর পরিবারও।

এত কথার পরেই হাসতে হাসতে তিনি জানিয়েছেন, তাঁর প্রেমের খবর পেয়ে প্রচুর অনুরাগীর মন ভেঙেছে! তাঁরা সরাসরি নায়িকাকে জানিয়েওছেন। একই ভাবে অসংখ্য অনুরাগী দারুণ খুশি। এই খুশির খবর আর কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। এক্ষুণি বিয়ে করবেন? প্রশ্ন রাখতেই আঁতকে উঠেছেন তিনি। বলেছেন,‘‘না না! আমরা খুবই ছোট। তাছাড়া, পেশাজীবনে আরও অনেকটা যাওয়া বাকি। আপাতত চুটিয়ে প্রেম করব। সময় এলে বাকি সব ঠিক হবে।’’