'ধুরন্ধর' ছবির শেষে যখন দর্শকদের মনে হয় যে, যাক অবশেষে মিশন শেষে হল, আদতে ওটাই শুরু নতুন গল্পের। কিন্তু রণবীর সিং অভিনীত 'হামজা' আসলে কে?
গল্পের শুরুতে রণবীর সিং নিজের চরিত্রের পরিচয় দেন হামজা বলে। যদিও ছবির শেষে এসে জানা যায়, তার আসল নাম জ্যাসকৃত সিং রঙ্গী। ধুরন্ধর ছবিতে দেখা যায় হামজা তাঁর প্ল্যানে প্রথম ধাপ শেষ করে। এসপি চৌধুরী আসলাম এবং স্থানীয় নেতা জামিল জামালির সঙ্গে হাত মিলিয়ে নিকেষ করে অপরাধ জগতের রাজা রেহমান ডাকাতকে। কিন্তু রেহমানকে মারার পর তার রক্তমাখা মুখ তাড়া করে বেড়াতে থাকে। হাসপাতালেও সেই দৃশ্য কল্পনা করে বসে হামজা। বলা যায়, এটা তাঁদের কাজের সাইকোলজিক্যাল সাইড এফেক্ট। বাড়ি ফিরে স্ত্রী অর্থাৎ সারা অর্জুন যে চরিত্রে অভিনয় করেছেন তার কোলে নেতিয়ে পড়ে। গল্পের চলনে বোঝা যায় এই রক্ত, খুনোখুনির মধ্যেও হামজার মানবিক দিক, তার মনের অপরাধবোধ এবং দ্বৈত সত্তার কারণে তৈরি হওয়া সংকট। একজন গুপ্তচরের মুখোশের আড়ালে থাকা অপরাধবোধ ফুটে ওঠে হামজার চরিত্রে।
সিনেমার একদম শেষ ভাগে দেখা যায় হামজা একটি গোপন ডায়েরি খোলে, সেখানে সে রেহমান ডাকাতের নাম কেটে দেয়, বোঝায় ফেজ ওয়ান শেষ। এরপর সে যখন পাতা উল্টায় সেখানে অদৃশ্য কালিতে মেজর ইকবাল সহ আরও একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিত্বের নাম দেখা যায়। ফলে এখান থেকে এটা স্পষ্ট 'ধুরন্ধর' কেবল একটি নির্দিষ্ট গ্যাংস্টারের বিরুদ্ধে লড়াই নয়। বা এই গল্প এখানেই শেষ নয়। আরও বৃহত্তর কিছু অপেক্ষা করে রয়েছে 'ধুরন্ধর ২'-এর জন্য।
'ধুরন্ধর' ছবিটিতে রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না, আর মাধবন, সারা অর্জুন প্রমুখ। এই ছবির দ্বিতীয় ভাগ আসবে শীঘ্রই। জানা গিয়েছে ১৯ মার্চ ২০২৬ সালে মুক্তি পাবে 'ধুরন্ধর ২'। দর্শকরা আপাতত সেই ছবির জন্য অপেক্ষারত।
৫ ডিসেম্বর 'ধুরন্ধর' মুক্তি পাওয়ার পর দর্শকদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। বক্স অফিসেও বেশ ভালই দাপট দেখাবে বলেই অনুমান করা হচ্ছে। ছবির ট্রেলার নজর কেড়েছে এর আগে। সেন্সর বোর্ডের বিবরণ অনুযায়ী, ‘ধুরন্ধর’ নির্মিত হয়েছে ১৯৯৯ সালের আইসি-৮১৪ কান্দাহার হাইজ্যাক এবং ২০০১ সালের ভারতীয় সংসদে হামলা, এই দুই ঘটনার ছায়ায়। ছবির গল্পের কেন্দ্রে রয়েছেন ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান অজয় সান্যাল। পাকিস্তান থেকে পরিচালিত এক ভয়ঙ্কর জঙ্গি নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে তিনি তৈরি করেন এক দুঃসাহসিক ও প্রায় অসম্ভব গোয়েন্দা অভিযান।
