টলিউডের এই মুহূর্তে এক নম্বর নায়িকা— শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাতৃত্ব, সংসার, আর একের পর এক ভিন্ন চরিত্রে অভিনয়— সবটা একসঙ্গে সামলে তিনি ইতিমধ্যেই দর্শকদের কাছে হয়ে উঠেছেন আরও জনপ্রিয় । সম্প্রতি দেব-শুভশ্রীর নতুন ছবি ‘ধূমকেতু’-র সাফল্য উদযাপনের মাঝেই হঠাৎ মুম্বই পাড়ি দিলেন অভিনেত্রী।
তবে শুভশ্রীর এই মুম্বই যাত্রা ছুটি কাটাতে নয়, কাজের খাতিরে। শুভশ্রীর মুম্বই সফর ঘিরে প্রথমেই গুঞ্জন ছড়িয়ে পড়ে— তবে কি তিনি এবার বলিউডে পা রাখতে চলেছেন? কিন্তু খোঁজ নিয়ে জানা গিয়েছে, একটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন শুট-এর কাজেই গিয়েছিলেন শুভশ্রী। শুটিংয়ের পাশাপাশি সময় কাটিয়েছেন কাছের বান্ধবী মৌনী রায়ের সঙ্গে। ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকে শুরু হওয়া তাঁদের বন্ধুত্ব আজ আরও দৃঢ়। দু’জনকে সম্প্রতি কালো পোশাকে পার্টি মুডে দেখা গিয়েছে, আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে শুভশ্রীর কেরিয়ার কিন্তু অন্যরকম হতে পারত। নিজেই একবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে পরিচালক অনুরাগ বসু তাঁকে হিন্দি টেলিভিশনে অভিনয়ের অফার দিয়েছিলেন। কিন্তু শুভশ্রী ছোটপর্দায় কাজ করতে রাজি হননি। তাঁর লক্ষ্য ছিল শুধু বড়পর্দা। সেই সিদ্ধান্তই তাঁকে আজ এনে দিয়েছে টলিউডের শীর্ষস্থানে।

নানা রকম চরিত্রে নিজেকে ভাঙা, চরিত্রের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা— এই দিকেই তিনি বারবার নজর কেড়েছেন। তাই শুভশ্রীকে নিয়ে বলিউডে কাজ করার গুঞ্জন নতুন নয়, যদিও আপাতত মুম্বই যাওয়া শুধু বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য।
অভিনেত্রী, মা আর স্ত্রী— তিন ভূমিকায় সমান উজ্জ্বল শুভশ্রী। ‘ধূমকেতু’-র প্রচারের পর শুভশ্রী পরিবার নিয়ে সময় কাটিয়েছেন রাজ চক্রবর্তীর হালিশহরের বাড়িতে। সেখানে ছেলেমেয়েকে নিয়ে ক্রিকেট খেলায় মেতেছেন। মা হওয়ার পর যেন আরও পরিপূর্ণ হয়েছে তাঁর জীবন। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের জন্য সময় বের করেন, সংসার সামলান, আবার শুটিং ফ্লোরে ফিরেও দর্শকদের উপহার দেন নতুন ছবি।
স্বামী রাজ চক্রবর্তী ও তাঁর সহ-অভিনেতা দেব— দু’জনেই প্রকাশ্যে স্বীকার করেছেন, শুভশ্রীর এই ব্যালেন্সিং অ্যাক্ট সত্যিই বিরল।
মুম্বই সফরের পর আবার নতুন কাজে ফিরছেন অভিনেত্রী। মুম্বই সফর শেষ করে কলকাতায় ফিরে ইতিমধ্যেই নতুন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শুভশ্রী। আপাতত বলিউডে পা রাখার মতো কোনও ঘোষণা না হলেও, তাঁর মুম্বই যাত্রা টলিউড থেকে বলিউডে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে অনেকেই।
