মাত্র ৫৭-য় শেষ সঞ্জয় গাধভি। রবিবার, ১৯ ডিসেম্বর সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। ‘ধুম’-এর পরিচালকের কন্যা সঞ্জনা গাধভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁর বাবা সম্পূর্ণ সুস্থ ছিলেন। এদিন সকালে হাঁটতে হাঁটতে দরদরিয়ে ঘামতে থাকেন। বুকে চাপ অনুভব করেন। সঙ্গে সঙ্গে বাড়ির লোকেরা তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত ঘোষণা করা হয়। সকাল সাড়ে ন’টার মধ্যে সব শেষ। পরিচালকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন অভিষেক বচ্চন, বিপাশা বসু, সঞ্জয় গুপ্ত, যশরাজ ফিল্মস।
সঞ্জয়ের পরিচালনায় আসেন ২০০০-তে। প্রথম ছবি ‘তেরে লিয়ে’। প্রথম ছবি বাণিজ্যিক সাফল্য পায়নি। দু’বছর পর মুক্তি পায় ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়।’ উদয় চোপড়া, টিউলিপ যোশী, জিমি শিরগিল অভিনীত ছবিটি সফল। এরপর তিনি বড়পর্দায় ঝড় তোলেন ‘ধুম’ এবং ‘ধুম ২’ ছবির দৌলতে। বাইকের ঝোড়ো গতি তাঁকে প্রথম সারির পরিচালকের আসনে বসিয়ে দেয়। তার পরেও বেশ কিছু ছবি করেছেন। তালিকায় ‘কিডন্যাপ’, ‘আজব গজব লভ’-এর মতো ছবি। যদিও সেগুলো ‘ধুম’-এর মতো সফল নয়।
সঞ্জয়ের পরিচালনায় আসেন ২০০০-তে। প্রথম ছবি ‘তেরে লিয়ে’। প্রথম ছবি বাণিজ্যিক সাফল্য পায়নি। দু’বছর পর মুক্তি পায় ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়।’ উদয় চোপড়া, টিউলিপ যোশী, জিমি শিরগিল অভিনীত ছবিটি সফল। এরপর তিনি বড়পর্দায় ঝড় তোলেন ‘ধুম’ এবং ‘ধুম ২’ ছবির দৌলতে। বাইকের ঝোড়ো গতি তাঁকে প্রথম সারির পরিচালকের আসনে বসিয়ে দেয়। তার পরেও বেশ কিছু ছবি করেছেন। তালিকায় ‘কিডন্যাপ’, ‘আজব গজব লভ’-এর মতো ছবি। যদিও সেগুলো ‘ধুম’-এর মতো সফল নয়।
