নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ে অনুষ্ঠিত প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট (WAVES)-এ এবার বাংলা ছবির রাজ! ভারতের অডিও-ভিজ্যুয়াল এবং বিনোদন শিল্পকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে এই শীর্ষ সম্মেলনের সূচনা। যে মঞ্চে কিছুদিন আগে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। এবার সেই মঞ্চেই জায়গা করে নিল বাঙালি পরিচালকের ছবি।
৩ মে 'ওয়েভস'-এর মঞ্চে প্রদর্শিত হল পরিচালক শুভ্রজিৎ মিত্রর ছবি 'দেবী চৌধুরানী'র প্রথম ঝলক। টিজারেই ঝড় তুলল ছবিটি। মুম্বইয়ের মঞ্চে প্রশংসায় পঞ্চমুখ হলেন বিশেজ্ঞরা। প্রথম ইন্দো-ইউরোপিয়ো ছবি হিসাবে এবার নজির গড়ল এই ছবি।
এক নারী হাতে তরোবারি। ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।
শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। চলতি বছরই বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।
