তাঁর কণ্ঠের মাধুর্যে মুগ্ধ অসংখ্য শ্রোতা। তবে শোভন গাঙ্গুলি শুধু ভাল গায়কই নন, তাঁর প্রতিভার ঝুলিতে রয়েছে আরও নানা গুণ। সেই বহুমুখী সত্তারই এক ঝলক সম্প্রতি ধরা পড়েছে স্ত্রী সোহিনী সরকারের ইনস্টাগ্রাম স্টোরিতে, যা মুহূর্তেই নজর কেড়েছে অনুরাগীদের।

বাড়ির মেঝেতে বসে আছেন শোভন। চুল এলোমেলো, পরনে হাফ প্যান্ট আর সাদামাটা টি-শার্ট। সামনে খবরের কাগজ পেতে কুরুনি হাতে মনে সুখেই নারকেল কোরাচ্ছেন তিনি। স্পষ্ট বোঝা যাচ্ছে, পৌষ সংক্রান্তির পিঠে-পুলি বানানোর প্রস্তুতি চলছে পুরোদমে। নেপথ্যে ভেসে আসছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির জনপ্রিয় গান ‘তুম কেয়া মিলে’। সেই ঘরোয়া, মিষ্টি মুহূর্তটিই ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সোহিনী। শোভনের মুখে স্মিত হাসি।

সোহিনী যে রান্নায় ভীষণ দক্ষ, সে কথা শোভন বরাবরই অকপটে স্বীকার করে এসেছেন। স্ত্রীর হাতের প্রায় সব রান্নাই তাঁর কাছে সমান প্রিয়। সুযোগ পেলেই সোহিনীর রান্নার প্রশংসা করতে একেবারেই কার্পণ্য করেন না তিনি। বরং গর্বের সঙ্গেই বারবার জানান, সোহিনীর হাতের রান্নাতেই তিনি সবচেয়ে বেশি স্বস্তি আর ভালবাসার স্বাদ পান। তবে এবার পালাবদল। পিঠে-পুলি বানিয়ে খাওয়ানোর দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন গায়ক। হাতে নারকেল তুলে নিয়ে শুরু করে দিয়েছেন প্রস্তুতির কর্মযজ্ঞ। স্বামীর এমন আন্তরিক উদ্যোগে সোহিনী যে ভীষণ খুশি, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

২০২৩ সালেই সোহিনী ও শোভনের প্রেমের শুরু। যদিও প্রথমদিকে সম্পর্কের কথা আড়ালেই রেখেছিলেন দু’জন। একসময় ঘুরতেও গিয়েছিলেন একসঙ্গে, কিন্তু সচেতনভাবেই এক ফ্রেমে ধরা দেননি। তবু আলাদা আলাদা ছবির নেপথ্য পটভূমিই বলে দিচ্ছিল, ছুটিটা তাঁরা কাটাচ্ছেন একসঙ্গেই। কখনও বরফে মোড়া দৃশ্যে দেখা গিয়েছে শোভনকে, কখনও সেই একই ঠান্ডার দেশে ধরা পড়েছেন সোহিনী।

এরপরই হিমশীতল পরিবেশে যেন ফাগুনের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন গায়ক। ১৯৭২ সালের হিট ছবি ‘শোর’-এর জনপ্রিয় গান ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ গেয়ে অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দেন তিনি। কাকে উদ্দেশ্য করে সেই গান? কে ছিলেন তাঁর ঠিক সামনেই? এমন নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আবার তা মুছেও ফেলতেন দু’জনে। তাতে রহস্য কিছুটা বাড়লেও, তাঁদের রসায়ন অনুরাগীদের চোখ এড়ায়নি।

শেষমেশ আর গোপন থাকেনি সেই প্রেমকাহিনি। ঢাকঢোল পিটিয়েই শুরু হয় ভালবাসার উদযাপন। ২০২৪ সালে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরে ফেলেন সোহিনী ও শোভন। আপাতত লাল-নীল সুখের সংসারেই কাটছে তাঁদের দিন।