নতুন বছরের শুরু। নতুন বছরকে স্বাগত জানিয়ে উদ্‌যাপনে মেতেছেন বহু মানুষ। বিভিন্ন প্রান্তে দেদার খানাপিনা, নাচগান চলেছে। এহেন ফুরফুরে আনন্দের আবহেই নতুন ছবির ঘোষণা সেরে ফেললেন দেব! আজ, নতুন বছরে প্রকাশ্যে এসেছে এই ছবির মোশন পোস্টার। 

 

২০২১ সালে ক্রিসমাসের ভরা বাজার একা হাতে কাঁপিয়েছিল ‘টনিক’। একাধিক বাংলা-হিন্দি ছবিকে পিছনে ফেলে বক্স অফিস সেরার মুকুট মাথায় তুলে নিয়েছিল দেব-পরান বন্দ্যোপাধ্যায় অভিনীত সেই ছবি। সেই সিনেমাপ্রেমী মাত্রেই জানেন, সেই ছবি থেকেই জন্ম বাংলা চলচ্চিত্র জগতের ‘ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর’ অর্থাৎ পরিচালক অভিজিৎ সেন, প্রযোজক অতনু রায়চৌধুরী এবং দেবের একসঙ্গে দুরন্ত যাত্রার। পরান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দেব ওরফে টনিকের সেই যাত্রা দেখে তাঁদের নয়া অভিযান দেখার ইচ্ছে সেই সময়েই প্রকাশ করেছিল জনতামহল। শেষমেশ ৫ বছর পর আবার ফিরতে চলেছে সেই ‘কাকা-ভাইপো’ জুটি! ‘টনিক ২’-এর প্রযোজনার দায়িত্ব যে যৌথভাবে সামলাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও অতনু রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা, তা বলাই বাহুল্য। 

 

‘টনিক ২’-র ঘোষণা ভিডিওতে দেখা যাচ্ছে ফ্রেমের দু’ধারে একটির পর একটি গাছের পাতা সরে যাচ্ছে, ঠিক যেন তৈরি হচ্ছে রূপকথা শুরু হওয়ার আবহ। সেখানে ফুটে উঠছে নতুন গল্প, নতুন যাত্রা সাথে কাকা! ও টনিক! ভিডিওর পিছনে মিহি সুরে বেজে চলছে টনিক ছবির জনপ্রিয় আবহসঙ্গীতের সেই সুর। ধীরে ধীরে ফুটে উঠল ছবির নাম, ‘টনিক ২’। 
ভিডিওর পোস্টারের ক্যাপশনে দেব লিখেছেন, “ফিরে আছে সকলের পছন্দের সেই জুটি, নিয়ে আসছে মন ভাল করা সেই অনুভূতি।”  
তবে জানা যায়নি ছবি মুক্তির তারিখ কিংবা শুটিং শুরুর তারিখ। ঠিক যেমন জানা যায়নি এবারে দেব-পরানের পাশাপাশি আর কোন অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই ছবিতে।

 

 

 


প্রসঙ্গত, ২০২৫ -এর জন্মদিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর যখন একদিকে 'প্রজাপতি ২' মুক্তি পেয়েছিল, তখন আরেকদিকে দেব ঘোষণা করেন তাঁর আগামী ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র কথা। এবার ‘টনিক ২’-র পাশাপাশি বছরের প্রথম দিনই এই ছবির মুক্তির দিন ঘোষণা করলেন টলিপাড়ার ‘মেগাস্টার’। 

 

১ জানুয়ারি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির পোস্টার ভাগ করে দেব লেখেন, “রাস্তার ধুলোয় লেখা এক নীরব বিপ্লব। সাক্ষী থাকুন ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র হিরোইক গল্পের।” একই সঙ্গে জানান এই ছবিটি তাঁর ৫০ তম ছবি হতে চলেছে, যা মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট। 

 

 

 

 

 

 


‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিটিতে উঠে আসবে উত্তরবঙ্গের করিমুল হকের জীবনী, যিনি বাইকে করে প্রত্যন্ত গ্রামের বহু মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। ছবিটির পরিচালনা করবেন বিনয় এম মুদগিল। ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’র শর্ট ফর্ম হিসেবে ‘বিএডি’ লেখা হচ্ছে নির্মাতাদের তরফে। এই ছবিটি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজের তরফে প্রযোজনা করা হবে। প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী, দেব অধিকারী নিবেদনা করবেন ছবিটির। বছরের প্রথম দিন দর্শক এবং নেটিজেনদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতেই দারুণ সাড়া পেয়েছেন দেব। অনেকেই জানিয়েছেন তাঁরা মুখিয়ে রয়েছেন এই ছবিটির জন্য। কেউ কেউ আবার জানিয়েছেন তাঁরা 'খাদান ২' এর জন্য অপেক্ষা কর রয়েছেন। সেই ছবির ঘোষণা কবে করা হবে।