বুলগেরিয়ান অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গাকে সকলেই চেনেন। তার করা বহু কথাই এর আগে মিলে গিয়েছে। যদিও তিনি মারা গিয়েছেন বহু বছর আগে। তবে তার কথা আজও সকলের মুখে ফেরে। এবার ২০২৬ সাল নিয়ে তার বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
2
9
২০২৬ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিয়েছেন বাবা ভাঙ্গা। তিনি জানিয়ে গিয়েছিলেন এবারে বিশ্ব ফের ভাঙবে দুটি দিকে। ক্ষতি হবে প্রচুর।
3
9
বাবা ভাঙ্গা অনুগামীরা মনে করেন তার কথা আজও ফলবে। তিনি বলেছিলেন এশিয়া গোটা বিশ্বকে নিয়ন্ত্র্ণ করবে। সেখানে বাকি দেশ চাপে পড়ে যাবে।
4
9
২০২৬ সালে বিশ্বের অর্থনীতিতে বড় ধাক্কা আসবে বলে আগেই নাকি জানিয়ে গিয়েছেন এই বুলগেরিয়ান জ্যোতিষী। তার কথায় বিশ্বের শক্তিধর দেশগুলি নিজেরাই নিজেদের ক্ষতিসাধন করবে।
5
9
বাবা ভাঙ্গা বলেছিলেন ২০২৬ সালে নাকি প্রচুর প্রাকৃতিক বিপর্যয় ঘটবে। সেখানে শক্তিশালী ভূমিকম্প থেকে শুরু করে বন্যা, সুনামির দেখা মিলবে। গোটা পৃথিবীর ৮ শতাংশ দ্রুত ক্ষতি হবে।
6
9
বাবা ভাঙ্গা বলেছিলেন এআই গোটা বিশ্বে রাজত্ব করবে। সাধারণ মানুষ নিজের চাকরি হারাবে এরফলে। সেখান থেকে প্রচুর মানুষ বেকার হবেন। সেখান থেকে বাড়বে অপরাধের প্রবণতা।
7
9
২০২৬ সালেই নাকি ভিনগ্রহের প্রাণীর সঙ্গে মানুষের যোগাযোগ হবে। এই বিষয়টি বিশ্বের বৃহত্তম দেশগুলি লুকিয়ে রাখলেও তার সামনে আসবে বলেই জানিয়েছিলেন তিনি।
8
9
২০২৬ সালে বিশ্বে রাশিয়ার শক্তির বৃদ্ধি ঘটবে। ফলে সেখান থেকে রাশিয়ার মিত্র দেশগুলি বেশি লাভবান হবে। ফলে বাকি দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্ক নষ্ট হবে।
9
9
বাবা ভাঙ্গার সমস্ত কথাই কল্পনা। এগুলি কতটা মিলবে তা বলা যায় না। এগুলি একেবারেই বিজ্ঞানসম্মত নয়। ফলে সেখান থেকে এগুলির কোনও বাস্তবতা নেই। তবে তার অনুগামীরা সেকথা মানতে চান না।