বছর শেষে মরশুমের শীতলতম দিন কলকাতায়। হাড়কাঁপানো ঠান্ডায় জবুথবু দশা জেলায় জেলায়। নতুন বছরের শুরুতেও বাংলার আবহাওয়ায় বিরাট ভোলবদল হবে।
2
6
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
3
6
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। তারপর থেকে তিনদিনে ক্রমেই সব জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তারপরের তিনদিনে তাপমাত্রার হেরফের হবে না।
4
6
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চারদিনে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ কোনও বদল ঘটবে না। তারপরের তিনদিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।
5
6
আজ থেকে আগামী চারদিন দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে কুয়াশার দাপট থাকবে। কমবে দৃশ্যমানতাও।
6
6
পাশাপাশি আজ থেকে আগামী চারদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।