শীতেই শরতের ঘোষণা! জন্মদিনে অনুরাগীদের জন্য একের পর এক উপহার। দিন দুই আগে মুক্তি পেয়েছে তাঁর বড়দিনের ছবি ‘প্রধান’। দু’দিনেই ব্লকবাস্টার ছবি। দেব কিন্তু বিশ্রাম নিচ্ছেন না। জন্মদিনের দিন তাঁর ঘোষণা আগামী পুজোর ছবির। ২০২৪-এর পুজো তাঁর আর সৃজিত মুখোপাধ্যায়ের। হাতে হাত মিলিয়ে আনছেন টেক্কা। তার প্রথম পোস্টার প্রকাশ্যে এনে দেবের হেঁয়ালি, ‘সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক...।’ এবছরের পুজোয় সৃজিতের দশম অবতার পর্দায় ম্যাজিক দেখিয়েছে। এর আগে সৃজিত-দেব একটিই ছবি করেছেন, ‘জুলফিকর’।
পোস্টার দেখে মন্তব্য এবং প্রশংসার বানভাসি। ওম সাহানি, দেবের অনুরাগীরা একযোগে জানিয়েছেন, তাঁরা ছবির মুক্তির অপেক্ষায়। কেমন পোস্টার বানিয়েছেন জুটিতে? ছবি যে থ্রিলার জঁরে সেটা পোস্টারেই পরিষ্কার। এক পুরুষ এক কিশোরীর কপালে বন্দুক ঠেকিয়ে। পোস্টারের গড়ন তাসের আদলে। মাথার উপরে লেখা স্বস্তিকা মুখোপাধ্যায়, দেব, রুক্মিণী মৈত্রের নাম। নিবেদনে গুরুপদ অধিকারী। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেব।
ছবির খবর প্রথম প্রকাশ্যে এনেছিল আজকাল ডট ইন। সৃজিতের আগামী ছবি "টেক্কা"তে দেব-রুক্মিণী ছাড়াও থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সুরের দায়িত্বে অনুপম রায়। এমন খবর ছড়াতেই হতভম্ব টলিউড। প্রাক্তন-বর্তমানকে এক ফ্রেমে বাঁধতে চলেছেন তিনি।
বিস্ময়ের আরও কারণ আছে। ‘ব্যোমকেশ’ নিয়ে জলঘোলা। তারপরেই দেব-রুক্মিণীকে নিয়ে সৃজিত ছবি বানাবেন, কয়েক মাস আগে এমন আভাস অভিনেতা এবং পরিচালক দিয়েছিলেন। সেই আভাসে রুক্মিণীও ভীষণ ভাবে বর্তমান। নতুন সংযোজন পরমব্রত-স্বস্তিকা। এই সৃজিত-স্বস্তিকা-পরমের নাম শুনে চর্চার নতুন ঢেউ। ২০১৯-এ সৃজিতের ‘হোটেল শাজাহান রিজেন্সি’তে তিনমাথা এক হয়েছিলেন। পাঁচ বছর পরে আবারও। এবং একটা সময় সৃজিত এবং পরমব্রতর সঙ্গে স্বস্তিকার গাঢ় রসায়ন তৈরি হয়েছিল, একথাও সবাই জানেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
পোস্টার দেখে মন্তব্য এবং প্রশংসার বানভাসি। ওম সাহানি, দেবের অনুরাগীরা একযোগে জানিয়েছেন, তাঁরা ছবির মুক্তির অপেক্ষায়। কেমন পোস্টার বানিয়েছেন জুটিতে? ছবি যে থ্রিলার জঁরে সেটা পোস্টারেই পরিষ্কার। এক পুরুষ এক কিশোরীর কপালে বন্দুক ঠেকিয়ে। পোস্টারের গড়ন তাসের আদলে। মাথার উপরে লেখা স্বস্তিকা মুখোপাধ্যায়, দেব, রুক্মিণী মৈত্রের নাম। নিবেদনে গুরুপদ অধিকারী। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেব।
ছবির খবর প্রথম প্রকাশ্যে এনেছিল আজকাল ডট ইন। সৃজিতের আগামী ছবি "টেক্কা"তে দেব-রুক্মিণী ছাড়াও থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সুরের দায়িত্বে অনুপম রায়। এমন খবর ছড়াতেই হতভম্ব টলিউড। প্রাক্তন-বর্তমানকে এক ফ্রেমে বাঁধতে চলেছেন তিনি।
বিস্ময়ের আরও কারণ আছে। ‘ব্যোমকেশ’ নিয়ে জলঘোলা। তারপরেই দেব-রুক্মিণীকে নিয়ে সৃজিত ছবি বানাবেন, কয়েক মাস আগে এমন আভাস অভিনেতা এবং পরিচালক দিয়েছিলেন। সেই আভাসে রুক্মিণীও ভীষণ ভাবে বর্তমান। নতুন সংযোজন পরমব্রত-স্বস্তিকা। এই সৃজিত-স্বস্তিকা-পরমের নাম শুনে চর্চার নতুন ঢেউ। ২০১৯-এ সৃজিতের ‘হোটেল শাজাহান রিজেন্সি’তে তিনমাথা এক হয়েছিলেন। পাঁচ বছর পরে আবারও। এবং একটা সময় সৃজিত এবং পরমব্রতর সঙ্গে স্বস্তিকার গাঢ় রসায়ন তৈরি হয়েছিল, একথাও সবাই জানেন।
View this post on Instagram
