আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় জীবন বিমা কর্পোরেশনের (এলআইসি) প্রতি দেশবাসীর আস্থা অটুট। ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে গতবারের তুলনায় অনেকটাই বেশি লাভ করেছে এলআইসি। রাষ্ট্রায়ত্ব বিমা সংস্থাটি ২০২৫ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ১০,০৯৮ কোটি টাকার মুনাফা করেছে। শতাংশের বিচারে লাভের পরিামাণ ৩১ শতাংশ বেশি। এক বছর আগে (২-২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক) এই সময় কালে ওই সংস্থার মুনাফা ছিল ৭,৭২৮ টাকা। চলতি বছরে জুলাই-সেপ্টেম্বরের (তিন মাস) মধ্য়ে এলআইসি-র নিট প্রিমিয়াম আয় বার্ষিক ভিত্তিতে ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,২৬,৯৩০ কোটি টাকায় পৌঁছেছে। আগের বছর যা ছিল ১,২০,৩২৬ কোটি টাকা।
ত্রৈমাসিক ভিত্তিতে কর-পরবর্তী মুনাফা ৮ শতাংশ কমেছে
তবে এলআইসি-র কর পরবর্তী মুনাফা ত্রৈমাসিক ভিত্তিতে ৮ শতাংশ কমেছে। চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকে এলআইসি-এর মুনাফা হয়েছে ১০,৯৫৭ কোটি টাকা। চলতি আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে এলআইসি-র প্রথম বছরের প্রিমিয়াম ছিল ১০,৮৮৪ কোটি টাকা। এক বছর আগের একই সময়ে কোম্পানির প্রথম বছরের প্রিমিয়াম ছিল ১১,২৪৫ কোটি। চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকে প্রথম বছরের প্রিমিয়াম ছিল ৭,৫৬৬ কোটি। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ ত্রৈমাসিকের নতুন প্রিমিয়াম ছিল ৬৫,৩২০ কোটি। প্রথম তিনমাসের নয়া প্রিমিয়াম ছিল ৬০,১৭৯ কোটি।
বর্তমানে এলআইসি-র শেয়ার এখন তাদের আইপিও মূল্যের নিচে। বৃহস্পতিবার বিএসই-তে ওই কোম্পানির শেয়ারের দাম কমে ৮৯৫.৪৫ টাকায় বন্ধ হয়েছে। আইপিও-তে এলআইসির শেয়ারের দাম ছিল ৯৪৯ টাকা। গত ছয় মাসে, এলআইসির শেয়ার ১৪ শতাংশেরও বেশি বেড়েছে। তবে গত বছরে বিমা কোম্পানির শেয়ার ৫ শতাংশেরও বেশি কমেছে।
এলআইসি-র আইপিও-র দরপত্র খেলা হয়েছিল ৪ মে। চলে ৯ মে ২০২২ পর্যন্ত। ১৭ মে, ২০২২ তারিখে বিএসই-তে বিমা কোম্পানির শেয়ারের দাম ৮৬৭.২০ টাকা। এদিকে, এনএসি-তে কোম্পানির শেয়ারের দাম ৮৭২ টাকায় তালিকাভুক্ত হয়েছিল।
প্রিমিয়ামও বেড়েছে
সেপ্টেম্বর প্রান্তিকে এলআইসি-এর প্রথম বছরের প্রিমিয়াম দাঁড়িয়েছে ১০,৮৮৪ কোটি টাকা। যা আগের প্রান্তিকে ৭,৫৬৬ কোটি ছিল। তবে গত বছরের একই প্রান্তিকে ১১,২৪৫ কোটি টাকার তুলনায় সামান্য কম ছিল।
