কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা মানেই তার নেপথ্যে থাকা বাস্তবের কঠিন চিত্র, সামাজিক বার্তা। সিঁড়ি বলুন বা ছাড়পত্র, বা দেশলাই কাঠি...। কোনটা ছেড়ে কোনটা বলা যায়! তাঁর লেখা 'রানার' কবিতাটি বহু আগেই গান আকারে প্রকাশিত হয়েছিল। তবে এল নতুন চমক। 'দেশলাই কাঠি' কবিতাটি একটি ছবিতে র্যাপ সঙ্গীত আকারে ব্যবহৃত হল।
আসছে 'অদম্য'। অপর্ণা সেন নিবেদিত এই ছবিতেই 'দেশলাই কাঠি' কবিতাটি র্যাপ আকারে ব্যবহৃত হয়েছে। গানের সঙ্গে দৃশ্যায়নে তুলে ধরা হয়েছে এক নিম্ন বিত্ত ছেলের লড়াইয়ের কথা। ছবিটি বানিয়েছেন রঞ্জন ঘোষ। প্রযোজনা করেছেন অঞ্জন বসু, বজরংলাল আগরওয়াল এবং রঞ্জন ঘোষ। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অর্জুন ঘোষ, সেঁজুতি রায় মুখোপাধ্যায় এবং অন্যান্যরা।
এই 'অদম্য' ছবিটিতে দেশলাই কাঠি কবিতাটি র্যাপ আকারে গেয়েছেন অভিনেতা অর্জুন ঘোষ। সঙ্গীত পরিচালনা করেছেন অভিজিৎ কুণ্ডু। এবং গানটির মিক্সিংয়ের দায়িত্বে ছিলেন বি থিরু।
গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের থেকে দারুণ সাড়া পাচ্ছে। এক ব্যক্তি লেখেন, 'অর্জুনের গাওয়া সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা র্যাপ।' আরও এক ব্যক্তি লেখেন, 'একটি দেশলাই কাঠির আত্মজীবনীতে যে কষ্ট, যে প্রতিসিস নেওয়ার সুর রয়েছে সেটা এই সঙ্গীত আকারে যেন নিখুঁত ভাবে প্রতিফলিত হয়েছে। একটি দেশলাই কাঠি যদি এটি গাইতে পারত, তাহলে হয়তো এমনই দাঁড়াত বিষয়টা। দুর্দান্ত!' তৃতীয় একজন লেখেন, 'স্প্যানিশ গিটারের ব্যবহারটা জাস্ট অসাধারণ হয়েছে।'
এদিন অপর্ণা সেন তাঁর এই ছবির গানের নতুন ধরনের প্রচেষ্টার বিষয়ে একটি ভিডিও পোস্ট করেন। জানান তাঁর অনুমান সকলেরই এই গানটি ভাল লাগবে।
বলাই বাহুল্য, দেশলাই কাঠি কবিতাটির মধ্য দিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য সমাজের নিচু শ্রেণীর নিপীড়িত মানুষদের কথা তুলে ধরেছেন, যাঁরা ক্রমাগত শোষিত, নিঃশেষিত হয়ে চলেছেন। তাঁরাও যে কখনও বিদ্রোহ করে উঠতে পারেন সেটাই কবিতার প্রতিটি ছত্রে ছত্রে ধরা পড়েছে।
