২০২৫ সালটা দীপিকা পাড়ুকোনের জন্য একেবারে রোলারকোস্টার। বছরের শুরুতে তিনি ছিলেন দু’দু’টি প্যান-ইন্ডিয়া ছবির মুখ্য চরিত্র আর বছরের শেষেও ঠিক তাই। শুধু ছবির নামগুলিই বদলে গিয়েছে! সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে তাঁর বেরিয়ে যাওয়া, তারপর নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’–র সিকুয়েল থেকে বাদ পড়া - সব মিলিয়ে বছরটা ছিল একেবারে উত্তাল।
এবার নতুন এক সাক্ষাৎকারে দীপিকা জানালেন, বড় বাজেটের ছবি আর তাঁকে টানে না। এখন তিনি গল্প বলার শক্তিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন। দীপিকার ভাষায়, “সত্যি কথাটা বলতে গেলে আর কত খ্যাতি, কত সাফল্য, কত টাকা? কেরিয়ারের এই পর্যায়ে এসে এগুলো আর উদ্দেশ্য নয়। এখন ১০০ কোটির ছবি, এমনকী, ৫০০-৬০০ কোটির ছবিও আমাকে আর উত্তেজিত করে না।”
সেই সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, “এগুলো তো আগেই করেছি। এখন আমাকে উচ্ছ্বসিত করে নতুন প্রতিভাকে শক্তি দেওয়া। আমার টিম আর আমি এখন সেই কাজটাই করছি! কাহিনি ক্ষমতায়ন, নতুন লেখক-পরিচালকদের পাশে থাকা, নতুন প্রযোজকদের সমর্থন করা। এটাতেই এখন অর্থ খুঁজে পাই।”
'স্পিরিট' ছাড়াও ‘কল্কি’-র সিক্যুয়েল থেকেও বাদ পড়েচেনড দীপিকা। শুরু থেকেই শুরু করা যাক। চলতি বছরের শুরুতেই শোনা গিয়েছিল নতুন মা হওয়ার পর দীপিকা নাকি দিনে মাত্র ৮ ঘণ্টা কাজ করতে চাইছিলেন। আরও কিছু শর্ত নিয়ে তাঁর আর ছবি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মধ্যে বেশ বড়সড় মতানৈক্য হয়। এরপরই প্রভাস–অভিনীত স্পিরিট থেকে তাঁকে বাদ দেওয়া হয়, তাঁর জায়গায় নেওয়া হয় তৃপ্তি দিমরি-কে।
এই ঘটনার পর গত অগস্টে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির নির্মাতারাও ঘোষণা করেন, এই ছবির সিক্যুয়েলে থাকছেন না দীপিকা। ২০২৪-এর ব্লকবাস্টার এই ছবিতে ছিলেন প্রভাস, অমিতাভ বচ্চনও।
বড় বড় ছবি থেকে বাদ পড়া, বিতর্ক এসবের মাঝেও দীপিকার কেরিয়ারের গতি কমেনি। সামনে আছে দু’টি বড় প্রজেক্ট- শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বেঁধেছেন তিনি ‘কিং’ ছবিতে (পরিচালনা সিদ্ধার্থ আনন্দ, অভিনয়ে সুহানা খানও)। অন্যদিকে, আল্লু অর্জুনের বিপরীতে অ্যাটলির পরবর্তী ছবি (অস্থায়ী নাম এএ২২xএ৬)।
‘কিং’ মুক্তি পাবে ২০২৬-এ, আর ‘এএ২২xএ৬’-র মুক্তির সময় ধরা হচ্ছে ২০২৭ সাল।
