সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আইনি জটে মালাইকা
অভিনেত্রী মালাইকা আরোরার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। জানা গিয়েছে, ২০১২ সালের একটি মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে তাঁকে হাজিরা দিতে বলা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। সেই কারণে মুম্বইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাঁর বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি। মুম্বইয়ের কোলাবা এলাকার একটি পাঁচতারা হোটেলে এনআরআই শিল্পপতি ইকবাল শর্মার উপর হামলার চালানোর অভিযোগ ওঠে অভিনেতা সইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি এবং মালাইকার ভগ্নীপতি শাহিল লাদাখের বিরুদ্ধে। সেই ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় মালাইকাকে।
কাকে বিয়ে করলেন ধৈর্য?
চুপিসারে বিয়ের পিঁড়িতে অভিনেতা ধৈর্য কারওয়া। 'গেহরাইয়া' ছবিতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে দেখা গিয়েছিল তাঁকে। প্রেমের কথা কাউকে টের পেতে দেননি অভিনেতা। এবার একেবারে বিয়ের মণ্ডপে অনুরাগীদের চমকে দিলেন ধৈর্য। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজস্থানের উদয়পুরে বসেছিল বিয়ের বাসর। পরিবার এবং কাছের বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করেন অভিনেতা। ধৈর্যর বিয়ের ছবিতে এখন ছেয়েছে নেটপাড়া।
একফ্রেমে সানি-শাহরুখ?
'ডর' ছবিতে একসঙ্গে বড়পর্দায় দেখা গিয়েছিল সানি দেওল ও শাহরুখ খানকে। এরপর যদিও আর একসঙ্গে কাজ করেননি দুই তারকা। মাঝে কেটে গিয়েছে ৩০ বছর। শোনা গিয়েছিল, শাহরুখ ও সানির মধ্যে নাকি বচসার জেরে আর একসঙ্গে পর্দাভাগ করেননি তাঁরা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি দেওল জানান, তিনি শাহরুখের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তাঁর কথায়, "একটা ছবিতে কাজ করেছি। আবারও কাজ করার ইচ্ছে রয়েছে শাহরুখের সঙ্গে। তখন একরকম সময় ছিল, এখনকার সময় অনেক পাল্টেছে। তাই আবারও একসঙ্গে কাজ করাই যায়।"
