নিজস্ব সংবাদদাতা: কিছুদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন অভিনেতা অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। গত ৩ দিন ধরেই ভর্তি আছেন তিনি। এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা? কী জানালেন তাঁর মেয়ে অভিনেত্রী, পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়?
জানা যাচ্ছে, আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে তাঁকে বাড়িতে রেখেই চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক না হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।
বর্তমানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়। আজকাল ডট ইন-কে চূর্ণী জানান, এই মুহূর্তে ভাল আছেন বর্ষীয়ান অভিনেতা।
চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এখন অনেকেই স্থিতিশীল আছেন তিনি। এখন আর তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে না। তবে আগের থেকে ভালো থাকলেও, এখনই হাসপাতাল থেকে ছুটি হয়নি। আরও বেশ কিছুদিন তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।
