নিজস্ব সংবাদদাতা:  ২০২৩ সালে মুক্তি পেয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘অর্ধাঙ্গিনী’। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসান-কে।  ছবিতে এক জন প্রাক্তন স্ত্রী। অন্য জন বর্তমান। জয়া আহসানের ‘ডুয়েল’ এই ছবির অন্যতম আকর্ষণ।  গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন কৌশিক সেন এবং অম্বরীশ ভট্টাচার্য। আলাদা করে নজর কেড়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চত্রবর্তী।  দুই নারীচরিত্রের অসহয়তা, পরস্পরের প্রতি সাহায্যের হাত, আত্মসম্মান বোধ বা কখনও প্রতিহিংসার যে টুকরো টুকরো ছবি পরিচালক তৈরি করেছিলেন তা দারুণ প্রশংসা কুড়িয়েছিল জনতামহলের পাশাপাশি পরিচালকমহলেও। এবার সেই ছবির সিক্যুয়েল আসতে চলেছে!

 

আসছে ‘অর্ধাঙ্গিনী ২’।  ছবির গল্প-চিত্রনাট্য লিখছেন কৌশিক গঙ্গোপাধ্যায় নিজেই। এইমুহূর্তে চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। শেষমুহূর্তের ঘষামাজা চলছে। সিরিজের প্রথমটির মতো এই দ্বিতীয় ছবিতেও থাকবেন চূর্ণী গঙ্গোপাধ্যায়, জয়া এহসান এবং কৌশিক সেন। তবে অম্বরীশ থাকছেন কি না, তা এখনও অজানা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই শুরু হতে পাড়ে এই ছবির শুটিং।  

 


তবে ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়ার চরিত্রের অতীতটা খুব একটা স্পষ্ট হয়নি। এই ছবিতে সেই প্রশ্ন করার অবকাশ কি আর দেবেন কৌশিক গঙ্গোপাধ্যায়? এছাড়া, ‘অর্ধাঙ্গিনী’ যতটা চূর্ণীর, ঠিক ততটাই জয়ার। সিক্যুয়েলেও কি তাই-ই হতে চলেছে?