'চিরসখা' ধারাবাহিকের গল্পে একের পর এক চমক এসেই চলেছে। মিঠির উপর হওয়া শারীরিক হেনস্থার ঘটনার পরপরই নতুন মোড় আসতে চলেছে গল্পে। মানসিক যন্ত্রণা, শারীরিক ক্ষতয় প্রলেপ পড়তে না পড়তেই তার সঙ্গে কৃশানুর কী নিয়ে মতবিরোধ দেখা দেবে?
চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরসখা' ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে কমলিনী এবং স্বতন্ত্র সহ তাদের পরিবারের সকলে উপস্থিত। রয়েছে মিঠিও। সেখানেই সবার সামনে মিঠিকে বিয়ের প্রস্তাব দেয় কৃশানু। কিন্তু এই প্রস্তাব পেতেই বেঁকে বসে মিঠি। উল্টে প্রশ্ন করে জানতে চায় সে কি বলেছে যে সে এখন বিয়ের জন্য প্রস্তুত? এমন অবস্থায় কী হবে তাদের সম্পর্কের ভবিষ্যৎ সেটাই দেখার। প্লুটোর মৃত্যুর ক্ষত সেরে ওঠার পরই আলাপ কৃশানুর সঙ্গে। এরই মাঝে শারীরিক হেনস্থার শিকার হয় সে। এই কঠিন সময়ে মিঠির পাশে থেকে আগলে রাখে কৃশানু। কিন্তু মিঠি কি তবে তাকে কেবল বন্ধু হিসেবেই দেখে? খারিজ করে দেবে বিয়ের প্রস্তাব? নাকি ঘটবে অন্য কিছু? যদিও কৃশানু বিয়ের প্রস্তাব দেওয়ায় মিঠির বাড়ির বাকি সবাই দারুণ খুশি। তবে অমত কনের।
এদিকে আবার বাবিল এবং মিটিলের সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে। বাবিল অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ঘনিষ্ঠ হয়েছে। সেই মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে। বিষয়টা জানাজানি হতেই ভেঙে পড়ে মিটিল। কিন্তু এই সময় তার হয়েই সওয়াল করে কমলিনী এবং স্বতন্ত্র। মিটিল জানিয়ে দেয়, এই ঘটনার পর বাবিলের সঙ্গে সম্পর্ক না রাখলেও সে ছেলেদের অবিশ্বাস করবে না, কারণ 'ভাল কাকু' অর্থাৎ স্বতন্ত্রের মতো পুরুষরাও আছে এই সমাজে।
গল্পের আরেক দিকে দেখা যাচ্ছে বর্ষাকে বাড়ি ফিরিয়ে আনতে মরিয়া কমলিনীর বড় ছেলে। শেষ পর্যন্ত বাড়ির সকলে কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।
ফলে একই সঙ্গে গল্পের তিনটি মোড় যে তিন দিকে বাঁক নিতে চলেছে সেটা স্পষ্ট। কিন্তু কী ঘটে এখন চিরসখায় সেটাই দেখার।
প্রসঙ্গত, এক সময় টিআরপি তালিকায় সেরা পাঁচে থাকা 'চিরসখা'র নম্বর কমতে কমতে এখন তালিকার ১০ নম্বরে এসে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকের চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৫.৭। 'চিরসখা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত ৯টা থেকে দেখা যায়। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়।
