ডিসেম্বরের শহরে টলি পাড়ায় ফের ভাঙার ঝড়? বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে এই জনপ্রিয় জুটি? ভাবছেন একদিকে যখন নীল ভট্টাচার্য, তৃণা সাহার ভাঙনের চর্চা তুঙ্গে, অন্যদিকে অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিংয়ের বিয়ে ভাঙার খবর নিয়েও ফিসফাস চলছে টলিপাড়ার অন্দরে, সেই সময় আবার কারা বিচ্ছেদের পথে হাঁটলেন? এই জুটি বাস্তবের নয়, বরং অনস্ক্রিনের।
সম্প্রতি 'চিরসখা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে বাবিল এবং মিঠির সম্পর্ক টলমল করছে। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে মিঠি চুপচাপ হয়ে যাওয়ার কারণে তার সঙ্গে কমলিনী এবং স্বতন্ত্র কথা বলতে এসেছে। কমলিনী স্পষ্টই জানায় যে সবটা তার মোটেই ভাল ঠেকছে না। কী হয়েছে জানতে চায়। জবাবে প্রথমে কিছুই বলতে চায় না মিঠি। জানায়, কিছুই হয়নি। বরং সব ঠিক আছে। কমলিনী জোর করলে অবশেষে মুখ খুলতে বাধ্য হয় মিঠি। জানায় তার এবং বাবিলের সম্পর্ক ঠিক নেই। কিন্তু কেন? কারণ হিসেবে জানায়, তাকে মন দেওয়ার আর সময় নেই বাবিলের। তবে এই সম্পর্ক ভাঙতে বসেছে? মিঠি এবং বাবিলের মাঝে তৃতীয় কেউ আসবে? নতুন চরিত্র এন্ট্রি নেবে? নাকি অন্য কোনও ঝড় উঠবে কমলিনী এবং স্বতন্ত্রর জীবনে? উত্তর আগামী পর্বে মিলবে উত্তর।
এদিন একই সঙ্গে এই প্রোমো ভিডিওতে দেখানো হয় প্লুটোর মৃত্যুর প্রসঙ্গও। স্বতন্ত্র এবং কমলিনী গোটা পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছে। সেটা শুনে বুবলাই আনন্দের সঙ্গে ছোটবেলার স্মৃতিচারণ করে, জানায় আগে ওরা কীভাবে বেড়াতে যেত সেই সমস্ত কথা। সেই কথা শুনেই রেশমি সেনের চরিত্র প্লুটোর মৃত্যুর প্রসঙ্গ তুলে স্বতন্ত্রকে খোঁচা দেয়।
আগামীতে এই ধারাবাহিকে কী হয়, কোন ঝড় ওঠে সেটাই দেখার। আদৌ বাবিল অন্য সম্পর্কে জড়িয়েছে নাকি অন্য কোনও ব্যাপার আছে উত্তর সময় দেবে। তবে 'চিরসখা'র গল্প যে সব মিলিয়ে আরও টানটান হয়ে উঠতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না।
বর্তমানে 'চিরসখা' টিআরপি তালিকায় চমক দেখাচ্ছে। এই সপ্তাহে পাঁচ থেকে চার নম্বরে উঠে এসেছে। গল্পের জোরে দর্শকদের দারুণ মনে ধরেছে এই গল্প। অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত নটা নাগাদ দেখা যায়।
