চিরসখা ধারাবাহিকে যবে থেকে স্বতন্ত্রকে কমলিনী বিয়ে করেছে, তবে থেকে একের পর এক ঝামেলা তৈরি হয়েছে। বিশেষ করে তার প্রাক্তন শাশুড়ি বিষয়টা একেবারেই মানতে পারেনি। অন্যদিকে সম্প্রতি স্বতন্ত্রের নামে গুরুতর অভিযোগ এনেছিল বর্ষা। সেই সমস্ত কিছুর অবসান ঘটিয়ে, স্বামীকে নির্দোষ প্রমাণ করিয়ে, সংসারে শান্তি ফিরিয়েছে। তারপরই কড়া হাতে হাল ধরল কমলিনী। তাকে লাগাতার ব্যঙ্গ, বিদ্রুপ করতে থাকা প্রাক্তন শাশুড়িকে যে আর সহ্য করবে না সেটা বুঝিয়ে দিল।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে চিরসখা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে কমলিনী, স্বতন্ত্রদের বাড়ির সকলে মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছে। বড় মাসি জানতে চাইছে তাকে ছেড়ে কেউ যাবে না তো? এই আনন্দ, হাসি ঠাট্টার মধ্যেই, কমলিনীর প্রাক্তন শাশুড়ি লক্ষ্মীমণি ফোড়ন কাটে। সেই কথার জবাবে কমলিনী স্পষ্ট বলে ওঠে, লক্ষ্মীমণি যদি বেড়াতে যেতে না চায়, তাহলে তাকে কেউ জোর করবে না। একই সঙ্গে জানিয়ে দেয়, যেহেতু সেই অর্থে তাদের এখন আর কোনও সম্পর্কই নেই, তাই সে আর তাকে মা বলে ডাকবে না। ডাকলেও কেন ডাকবে সেটা জিজ্ঞেস করে।
এদিন কমলিনী তার প্রাক্তন শাশুড়িকে স্পষ্ট ভাবে জানিয়ে দে তার সংসারে থাকতে গেলে কিছু শর্ত, নিয়ম মেনে চলতে হবে। জানিয়ে দেয় কমলিনীর প্রথম স্বামীর কথা, নাম উল্লেখ করা যাবে না এই বাড়ি বসে। ফলে নতুন করে কোন ঝড়, জটিলতা তৈরি হয় সেটাই দেখার।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সম্প্রতি গল্পে দেখানো হয়েছিল, বর্ষা স্বতন্ত্রের নামে অভিযোগ এনেছে। সেই বিষয়টা কোর্ট পর্যন্ত গড়ায়। তখন তাতে কমলিনীর প্রাক্তন শাশুড়িরও ইন্ধন ছিল।
চিরসখা ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা, যা সেরা ১০-এ নিজের জায়গা ধরে রেখেছে। এক অন্যরকম প্রেমের গল্প ফুটে উঠছে এই ধারাবাহিকে। মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়। এটি রোজ রাত নটা নাগাদ সম্প্রচারিত হয়।
