জীবনের নতুন অধ্যায়ের শুরুতেই ঘটেছিল বিপত্তি। এবার কি তবে সমস্ত জটিলতা কাটিয়ে সুখের মুখ দেখবে কমলিনী? 'চিরসখা'র নতুন প্রোমো তেমনই ইঙ্গিত দিল। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরসখা' ধারাবাহিকের যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে স্বতন্ত্র বাইরে থেকে ঘরে ঢুকতেই কমলিনীর ছোট ছেলে তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় গিয়েছিলে। সকলকেই খুব উদ্বিগ্ন দেখায়। কমলিনী যে স্বতন্ত্রর এই কাজে মোটেই খুশি নয় সেটা বুঝিয়ে দিয়ে সকলকে খেতে ডাকে। তখনই স্বতন্ত্র তাকে আরও দুজনের জন্য খাবার রেডি করতে বলে। এমন সময় চমক দিয়ে ঘরে ঢোকে বুবলাই আর তার স্ত্রী। 

বুবলাইকে দেখেই কেঁদে ফেলে তার মা। সেও কমলিনীর দিকে এগিয়ে এসে জানায় যে সে ভুল করেছে। এমন সময় বর্ষাকে কটাক্ষ করা হলে সে তার শাশুড়িকে ব্যঙ্গ করে বলে যে তার স্বামী, অর্থাৎ বুবলাই যেখানে যাবে, থাকবে তাকেও সেখানে যেতে হবে। কমলিনীকে খোঁটা দিয়ে বলে সবাই তো আর নিজের বরের বন্ধুর সঙ্গে গলা জড়িয়ে থাকে না। 

বর্ষার সঙ্গে যোগ দেয় কমলিনীর শাশুড়িও। সেও এই সুযোগ ছাড়ে না বউমাকে অপমান করার। বিদ্রুপের স্বরে বলেন, দিনে দিনে সে খারাপ হচ্ছে। কিন্তু ছেলেকে ফিরে পেয়ে আর চুপ করে থাকে না কমলিনী। সে এবার জবাব দেয়। জানিয়ে দেয়, এতদিন অনেক অপমান সহ্য করলেও আর নয়। 

প্রসঙ্গত, স্বতন্ত্র এবং কমলিনীর সম্পর্কতাঁদের রসায়ন প্রথম থেকেই মুগ্ধ করেছে দর্শকদের। বলা ভালচেনা গল্পের বাইরে বেরিয়েঅন্য রকম এই প্রেমের গল্প দর্শকদের মন কেড়েছিল। স্বতন্ত্র এবং কমলিনীর যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে দর্শকদের এই ধারাবাহিক নিয়ে আগ্রহ বেড়েছে। সেটার ফলাফল দেখা যাচ্ছে টিআরপিতেও। কমলিনী-স্বতন্ত্রর ফুলশয্যার রাতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় বুবলাই। সেই সময় একপ্রকার নিজেকে দোষী মনে করতে থাকে কমলিনী, তবে এবার যে গল্পের মোড় ঘুরবে সেটা স্পষ্ট।

বর্তমানে টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে এই মেগা। এই সপ্তাহে ৬.২ নম্বর পেয়ে চার নম্বরে রয়েছে 'চিরসখা'। অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায় অভিনীত এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ রাত ৯টা নাগাদ সম্প্রচারিত হয়।