'চিরসখা' ধারাবাহিকে একের পর এক চমক আসছে। এই ধারাবাহিকে কিছুদিন আগেই দেখানো হয়েছিল মিঠিকে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছিল, তার সঙ্গে অসভ্যতা করে। সেই আঘাত কিছুতেই ভুলতে পারে না। সেই ঘটনা মেনে, তাকে স্বীকার করে নেয় কৃশানু। তারপর বাবিল এবং মিটিলের বৌভাতের অনুষ্ঠানের দিন থেকেই আচমকাই বমি শুরু হয়ে মিঠির। সঙ্গে গর্ভবতী হওয়ার অন্যান্য লক্ষণ দেখা যায় তার মধ্যে। এবার মনের মানুষের বিষয়ে এই তথ্য জেনে কোন পদক্ষেপ নেবে কৃশানু? 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরসখা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে, সেখানেই দেখা যাচ্ছে পিসি এবং মায়ের সঙ্গে চিকিৎসকের কাছে এসেছে মিঠি। চিকিৎসক যখন জানতে চায় মিঠির কী হয়েছে, তখন কমলিনী জিজ্ঞেস করে স্বতন্ত্র তাকে কিছু জানায়নি? জবাবে তিনি বলেন যে, নতুন কেবল এতটুকুই জানিয়েছে যে কিছু গাইনোকলজিক্যাল সমস্যা আছে, কিন্তু কী সেটা জানায়নি। এরপর মিঠির পিসি ইতস্তত করে জানায় যে মিঠি গর্ভবতী। তখনই চিকিৎসক মিঠির বর কোথায় সেটা জানতে চায়। জবাবে কমলিনী জানিয়ে দেয় যে নেই। এই কথা শুনে চিকিৎসক এবং নার্স মুখ চাওয়াচাওয়ি করে।

ডাক্তার দেখিয়ে যখন তারা বেরোতে যাচ্ছে তখন সেখানে আসে স্বতন্ত্র। জানতে চায় সব ঠিকঠাক মিটেছে কিনা, মিঠির পিসি জানায় সব মিটেছে ঠিকঠাক। এরপর মেয়েকে কাছে ডেকে নেয় স্বতন্ত্র। যখন তারা বেরোতে যাবে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় কৃশানু। জানতে চায় তারা এখানে কেন। কৃশানুকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে সকলে। একে অন্যের মুখের দিকে তাকায়। পড়ে যায় অস্বস্তিতে। তবে কি এবার সে জেনে যাবে মিঠির এই নিষ্ঠুর বাস্তবের কথা? মিঠি গর্ভবতী জানার পরও কি তাকে মেনে নেবে কৃশানু? নাকি ভেঙে দেবে সম্পর্ক? উত্তর আগামী দিনেই পাওয়া যাবে। 

প্রসঙ্গত 'চিরসখা' ধারাবাহিকটি প্রথম থেকেই দর্শকদের মনে দাগ কেটেছে গল্পের জন্য। এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায়। এই ধারাবাহিকটি রোজ স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়। প্রতিদিন রাত নয়টা থেকে দেখা যায়।