বিপদ আর সমস্যা যেন পিছু ছাড়ছে না কমলিনী এবং স্বতন্ত্রকে। একটা করে জটিলতা কাটাচ্ছে, আর নতুন জটিলতায় তারপরেই জড়িয়ে পড়ছে। এবার বাবিলের বিয়ের সমস্যা মিটতেই হঠাৎ করে কেন পুরোহিতদের রোষের মুখে পড়ল সকলে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'চিরসখা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কমলিনীর প্রাক্তন শাশুড়ি বলছে যে বাবিল এবং মিটিলের বিয়ের পর পাঁচজন ব্রাহ্মণকে খাওয়াতেই হবে। নইলে হবে না। এরপরই বুবলাই জানায় সে পণ্ডিত ঘোষালের বাড়িতে গিয়েছিল তাকে ডাকতে। কিন্তু বাড়িতে ছিলেন না তিনি। এখানেই স্বতন্ত্রের মনে প্রশ্ন জাগে তবে কি ব্রাহ্মণদের নিমন্ত্রণ জানানোয় কোনও ত্রুটি হয়েছে? সে স্ত্রীকে জিজ্ঞেস করে সে নিজে গিয়েই তাদের নিমন্ত্রণ করেছিল কিনা। জবাবে কমলিনী জানায় সেই গিয়েছিল বলতে, যেহেতু তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে, তাই কোনও খামতি রাখতে চায়নি। কিন্তু কোথায় তবে গলদ হল সেটাই কেউ বুঝে উঠতে পারে না।
এর মধ্যেই ওখানে উপস্থিত একজন বলে ওঠেন, হয়তো ব্রাহ্মণরা এই বাড়িতে আসবেন না, খাবেন না। সেই কথা শুনে সকলে অবাক হয়ে যায়। কৃশানু তো প্রশ্নই করে বসে যে তার কেন এমন মনে হচ্ছে। এতে ওই মহিলা জবাব দেওয়ার আগেই কমলিনীদের বাড়িতে পণ্ডিত ঘোষাল আসে। জানায় তারা এই বাড়িতে খেতে পারবে না। কিন্তু কেন? তবে কি নতুন করে কোনও ঝড় উঠতে চলেছে কমলিনী এবং স্বতন্ত্রর জীবনে? উত্তর মিলবে আগামী পর্বে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সদ্যই 'চিরসখা' ধারাবাহিকের গল্পে বিরাট চমক এসেছে। কোয়েল প্রথমে জানায় সে বাবিলের সঙ্গে রাত্রিবাস করে গর্ভবতী হয়ে পড়েছে। সন্তান কমলিনীর ছোট ছেলের। সেই কথায় হইচই পড়লেও বাবিলের সঙ্গে কোয়েলের বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ের মণ্ডপ থেকে উধাও হয়ে যায় পাত্রী। জানায় এই সন্তান তার প্রেমিকের, বাবিলের নয়। তখন সেই মণ্ডপেই বাবিলের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমিকা মিটিলের বিয়ে হয়েছে। গল্পে এবার আসছে আরও এক নতুন চমক।
'চিরসখা' ধারাবাহিকটি যেহেতু প্রথম থেকেই একটু অন্যরকমের গল্প বলছে তাই দর্শকদের নজর কেড়েছে। আগে টিআরপি তালিকার সেরা পাঁচে থাকলেও, এখন সেরা ১০ এ নিজের জায়গা ধরে রেখেছে। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় নিয়মিত দেখা যায়। এটি রোজ রাত নয়টা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় অপরাজিতা ঘোষ দাস এবং সুদীপ মুখোপাধ্যায় রয়েছেন।
