'চিরসখা' ধারাবাহিকে যেন চমক শেষ হচ্ছে না। একের পর এক দেখাচ্ছে। বাবিলের নতুন প্রেমিকা এবং তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাজানি হতেই গল্পে আসছে নতুন টুইস্ট। হাসপাতালে ভর্তি সে। এবার তাকে প্রাণে বাঁচাতে কী করবে তার দুই প্রেমিকা?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাবিল হাসপাতালে ভর্তি। ছেলের এমন অবস্থা দেখে কমলিনী সাফ জানিয়ে দেয় যে সে কোয়েল অর্থাৎ বাবিলের আরও এক প্রেমিকাকে ছেড়ে কথা বলবে না। ভাল করে কথা শোনাবে। মিটিলের সামনে বাবিলের পাশে কোয়েলকে সহ্য করতে পারবে না বলেও জানিয়ে দেয়। অন্যদিকে বাবিলের ঠাকুমা ঠাকুরের কাছে প্রার্থনা করে নাতির সুস্থতার জন্য।
কিন্তু মিটিল কি সেটা হতে দেবে? সে হাসপাতালে যাওয়ার পথে কোয়েলকে ফোন করে। তাকেও হাসপাতালে ডাকে। জানায় কোয়েল থাকলে বাবিল মনে সাহস পাবে। দ্রুত ভাল হয়ে ওঠার ইচ্ছে জাগবে মনে। তাই ওকে আসতে বলে। কোয়েল সেখানে আসবে কিনা, এলেও শেষ পর্যন্ত কী ঘটে সেটাই দেখার।
প্রসঙ্গত গল্পে দেখানো হয় সম্প্রতি একত্রে এক রাত কাটিয়েছিল বাবিল এবং কোয়েল। তাতেই গর্ভবতী হয়ে পড়ে সে। বাড়ি এসে জানায়ও সেই কথা। এরপরই মিটিল তার এবং বাবিলের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তা কি আদৌ হবে?
কিছুদিন আগে এই ধারাবাহিকের আরেকটি প্রোমো প্রকাশ্যে এসেছিল। সেখানে দেখা যায় মিঠিকে বিয়ের প্রস্তাব দিয়েছে কৃশানু। কিন্তু মিঠি সেই প্রস্তাবে সম্মতি জানায় না। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে তুলে নিয়ে গিয়ে শারীরিক হেনস্থা করার পর মানসিক ভাবে ভেঙে পড়েছে সে। কৃশানু এই কঠিন সময়ে তার পাশে থাকলেও, এত দ্রুত বিয়ের জন্য তৈরি কিনা সেটা খোলসা করে না মিঠি। তবে কি সে এখনও প্লুটোকেই ভালবাসে? নাকি শেষ পর্যন্ত এই বিয়েতে সম্মতি দেবে? অন্যদিকে বর্ষাকে বাড়ি ফেরাতে চায় কমলিনীর বড় ছেলে। তিন ভাইবোনের জীবন কোন খাতে বইবে এবার সেটাই দেখার।
প্রসঙ্গত গত সপ্তাহে টিআরপি তালিকার সেরা দশের একদম শেষে ছিল 'চিরসখা'। একসময় সেরা পাঁচে থাকলেও বর্তমানে কমলিনী এবং স্বতন্ত্রর ম্যাজিক যেন কিছুটা ফিকে হয়েছে। তার পরিণাম দেখা যাচ্ছে টিআরপিতে। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় দেখা যায়। রোজ রাত নয়টা থেকে সম্প্রচারিত হয় এই মেগা।
