আজকাল ওয়েবডেস্ক: মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে তুমুল বিতর্ক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলমালের ঘটনা ঘটে বলে খবর। এমনকী অনুষ্ঠানে গান গাইতে আসা শিল্পী অভিজিৎ বর্মণ ওরফে পটাকে গান থামিয়ে মঞ্চ থেকে নেমে যেতে হয়।
খবর, 'আইকন' নামের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ছাত্র সংগঠন আইসি (ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন)-র পক্ষ থেকে। সেখানেই গান গাইতে গিয়েছিলেন পটা। কিন্তু অনুষ্ঠান শুরু হতে শ্লীলতাহানির অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন কিছু ছাত্রী। সূত্রের খবর অভিযোগকারিণীরা বাম ছাত্র সংগঠন এসএফআই ঘনিষ্ঠ। এর পরই আইসি এবং এসএফআই বচসায় জড়িয়ে পড়ে। হাতাহাতি পর্যন্ত হয় বলে খবর। তুলকালামের মধ্যে মঞ্চ থেকে নেমে যেতে বাধ্য হন পটা।
গোটা ঘটনায় বিস্মিত গায়ক নিজেও। আজকাল ডট ইনকে পটা বলেন, “অনুষ্ঠানে বিরাট গন্ডগোল হয়েছে। আমরা স্টেজে উঠে প্রথম গানটি শেষও করতে পারিনি। তার মধ্যেই কয়েকজন ছাত্রছাত্রী মঞ্চে উঠে পড়েন। মাইক্রোফোন নিয়ে নিজেদের কথা বলতে শুরু করেন। তারপরই ব্যাপক ঝামেলা শুরু হয়।” পটার আক্ষেপ, “প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা কাম্য নয়। সবার আগে তো প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের তো একটা মান সম্মান আছে।” পটা জানান, দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্সিতে অনুষ্ঠান করছেন। সেখানে এমন ঘটনা ঘটতে পারে সেটা ভাবাই যায় না। মাতৃভাষা দিবসের দিন এমন ঘটনা মোটেই শোভা পায় না বলে মত তাঁর।
ঘটনার ব্যাপারে প্রেসিডেন্সির প্রাক্তনী তৃণমূল নেতা সুদীপ রাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে লজ্জা লাগছে। এটা এসএফআই-এর গুন্ডামির আরও একটা নিদর্শন। একসময় এসএফআই আর আইসি একসঙ্গে তৃণমূল বিরোধিতা করেছে। এখন সেই এসএফআই-এর হার্মাদরাই এসব করছে। যাদবপুর-প্রেসিডেন্সিতে এরা টিকেই আছে এসব করে। সুশীল সমাজ এবং প্রাক্তনীদের কাছে আমার আবেদন, আপনারা এর বিরুদ্ধে পথে নামুন। এসএফআই-এর এই রাজনীতি বন্ধ করতে পারে একমাত্র তৃণমূলই।”
