জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার অনুনয় সুদ-এর অকাল প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগী ও প্রিয়জনেরা। মাত্র ৩২ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যুতে অনেকেই এখনও বিশ্বাস করতে পারছেন না। এই শোকের আবহেই তাঁর প্রাক্তন বাগদত্তা এবং সহকর্মী ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর বৃন্দা শর্মা নিজের গভীর শোক প্রকাশ করেছেন।
লস ভেগাসে অনুনয় সুদের আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর, বৃন্দা শর্মা তাঁর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে নিজের অনুভূতিগুলি প্রকাশ করেন। তাঁর কথায় ফুটে ওঠে চরম ধাক্কা এবং শোকের গভীরতা। প্রথম স্টোরিতে তিনি লেখেন, 'যা ঘটছে আমি একদম মেনে নিতে পারছি না। কাল রাতেও জেগে ছিলাম, শুধু এই আশা নিয়ে যে এটা যেন একটা রসিকতা হয়।'
বৃন্দা আরও একটি আবেগঘন পোস্টে অনুনয়ের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানান। তিনি উল্লেখ করেন, 'তোমাকে শূন্য থেকে একজন অবিশ্বাস্য স্রষ্টা, ব্যবসায়ী সব কিছু হয়ে উঠতে দেখেছি। তোমার কাছ থেকে মানুষ এবং কাজ সম্পর্কে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। শিখলাম কীভাবে ছোটখাটো জিনিসগুলিকে নিজেদের উপর প্রভাব ফেলতে দিতে নেই এবং শিখলাম 'লক্ষ্মী'-কে কখনও 'না' বলতে নেই।'
তিনি আরও বলেন, 'তোমার উত্তরাধিকার, তোমার অ্যাডভেঞ্চার, তোমার গল্প, তোমার সুন্দর ছবি এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার তোমার অদম্য জেদ চিরকাল বেঁচে থাকবে।' যদিও অনুনয় এবং বৃন্দার বাগদান ভেঙে গিয়েছিল, তবুও তাঁরা একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেছিলেন। অনুনয় তাঁর কনটেন্ট ক্রিয়েশন এবং ব্যবসা-বুদ্ধির মাধ্যমে ট্রাভেল কমিউনিটিতে এক বিশেষ জায়গা তৈরি করেছিলেন।
অনুনয় সুদের পরিবার তাঁর এই মর্মান্তিক প্রয়াণে শোকাহত এবং অনুরাগীদের কাছে এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করেছেন। অনুনয় সুদের অকাল মৃত্যুতে ট্রাভেল এবং ডিজিটাল কনটেন্ট জগৎ এক অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিত্বকে হারাল। তাঁর ইনস্টাগ্রাম পেজ এখনও তাঁর স্মৃতি বহন করে চলেছে।
