স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ' প্রথমদিকে টিআরপিতে নজর কাড়লেও এখন আর সেভাবে রেটিং চার্টে জায়গা করতে পারে না। তবে তেজ ও সুধার জুটিকে এখনও পছন্দের তালিকায় জায়গা দিয়েছে দর্শক মহল। নানা ঝড়-ঝাপটা পেরিয়ে বারবার জিতেছে সুধা ও তেজের ভালবাসা। তাদের মেয়ে ছোট্ট তরীকে নিয়ে বেশ ভালই কাটছিল দু'জনের জীবন। কিন্তু হঠাৎ এক বিপদ এসে আলাদা করল তেজ-সুধাকে। 

 

গল্পের মোড়ে হারিয়ে যায় তরী। তাকে খুঁজতে তেজ বাড়ি ছেড়ে বেড়িয়ে আসে। এদিকে সুধাও অসুস্থ হয়ে পড়ে। তরীকে খুঁজে পেলেও সেই সময় প্রবল বৃষ্টিতে ভেসে যায় চারদিক। বন্যা পরিস্থিতি তৈরি হয়। জলের স্রোতে ভেসে যায় তেজ ও তরী। একা হয়ে যায় সুধা‌। এই পর্ব দেখে অনুরাগীরা মনে করেছিলেন যে, এবার হয়তো ধারাবাহিকে বড়সড় লিপ আসবে। অর্থাৎ গল্প এগিয়ে যাবে বেশ কিছু বছর। তবে সেসব হয়নি, বরং বদলে গিয়েছে তেজ-সুধার জীবন। 

 

 

গল্পে দেখা যাচ্ছে তেজের স্মৃতি হারিয়ে গিয়েছে। অন্যদিকে, জলের স্রোতে ভেসে গিয়ে একটি গ্রামে আশ্রয় নিয়েছে তরী। এদিকে, মেয়ে ও বরকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা করে সুধা। এর মধ্যেই ধারাবাহিকে আসে আরেক নতুন মোড়। এই টুইস্টে এন্ট্রি নেন অভিনেত্রী টুম্পা ঘোষ। তাঁকে দেখা যাচ্ছে গল্পের দ্বিতীয় মুখ্য চরিত্র হিসেবে। এদিকে, গল্পে আসছে সুধার আরেক নায়ক। 

 

 

সুধার বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেতা সায়ন বসুকে। সায়নকে দেখা যেতে চলেছে গল্পের নতুন মোড়ে সুধার দ্বিতীয় নায়ক হিসেবে। সায়নের চরিত্রের নাম 'কিংশুক লাহিড়ী'। একজন প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে। মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে নায়কের। 

 

প্রসঙ্গত, সায়নকে কিছুদিন আগেই দর্শক দেখেছেন স্টার জলসার ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'তে। ওই ধারাবাহিকে ভবানীর স্বামী 'রামকান্ত'র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার আগে 'দুই শালিক'-এ 'গৌরব'-এর চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন তিনি। পরপর মেগায় কাজ করে ইতিমধ্যেই দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। এবার 'শুভ বিবাহ'-তে নায়িকা সুধার বিপরীতে দেখা যেতে চলেছে তাঁকে। সায়ন ও টুম্পা কি এবার সত্যিই ভাঙন ধরাবেন তেজ-সুধার দাম্পত্যে? সেই উত্তর তো সময়ই বলে দেবে।