জি বাংলার ধারাবাহিক 'মিঠিঝোরা' এক সময় দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছিল। বিশেষত, ধারাবাহিকের শেষের দিকে রাইয়ের মিষ্টি মেয়েকে ঘিরে এগোয় গল্প। আর ওই একরত্তিকে পর্দায় দেখার জন্য উৎসুক ছিলেন দর্শক। গল্পে রাইয়ের মেয়ে 'বিল্লি'র চরিত্রে দেখা গিয়েছিল কিয়ানা মুখোপাধ্যায়কে।
ধারাবাহিক শেষ হয়ে গেলেও কিয়ানার পরিচিতি বেড়েছে সমাজমাধ্যমে। তার দৈনন্দিন রুটিন থেকে শুরু করে নানা মজার কাণ্ডকারখানা দেখা যায় সমাজমাধ্যমে। তাই এক্ষেত্রে বলাই যায়, কিয়ানা এখন থেকেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এবার একরত্তিকে দেখা যেতে চলেছে জি বাংলার আরও একটি ধারাবাহিকে। গল্পে এখন দেখা যাচ্ছে 'ফুলকি' মা হতে চলেছে। ফুলকির মেয়ের চরিত্রেই এবার থেকে কিয়ানাকে দেখবেন দর্শক। এই মেগায় কিয়ানার চরিত্রের নাম 'ফুলঝুরি'।
এদিকে, 'ফুলকি'র রমরমা বরাবরই চোখে পড়ার মতোই। টিআরপিতে চমক দিতে ভোলে না এই ধারাবাহিক। প্রতি সপ্তাহেই রেটিং চার্টে এক থেকে পাঁচের মধ্যে জায়গা করে নেয় এই মেগা। এখন আর ফুলকি-রোহিতের গল্প নয়। ফুলকির একার লড়াইয়ের গল্প বলছে এই মেগা। তবে ফুলকির লড়াইয়ের পাশে আছে অরণ্য। দেখতে সে রোহিতের মতো হলেও স্বভাবে একেবারে আলাদা।
গল্পে রোহিত মারা গিয়েছে। তারপরেই পরিবারের নতুন সদস্য হয়ে উঠেছে অরণ্য। এদিকে, অরণ্য ধীরে ধীরে ফুলকিকে ভালবেসে ফেলেছে। ফুলকি প্রথমদিকে অরণ্যকে এড়িয়ে চললেও এখন একটু একটু করে মন গলছে তার। এর মধ্যেই গল্পে এসেছে নতুন টুইস্ট। মা হতে চলেছে ফুলকি। রোহিত মারা গেলেও রোহিতের সন্তানেরই মা হতে চলেছে সে।

তাই পরিবারে এসেছে খুশির জোয়ার। ফুলকিকে এখন আগলে রাখছে বাড়ির সবাই। রাজনীতির ময়দান থেকে পরিবার সব দিকে নজর তার। আর কিছুদিনের মধ্যেই আসবে ফুলকির সন্তান। অর্থাৎ আর মাত্র কয়েকদিনের মধ্যেই গল্পে আসতে চলেছে নতুন মোড়।
'ফুলকি'র পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস আজকাল ডট ইন-কে এর আগে বলেছিলেন, "এখন ফুলকি অন্তঃসত্ত্বা। তার খেয়াল রাখার জন্য বাড়ির সবাই উঠেপড়ে লেগেছে। আর ক'দিনের মধ্যেই ধারাবাহিকে আসবে ছোট্ট সদস্য। এদিকে, রোহিত তো নেই, অরণ্য আছে। অরণ্যকে আগামী দিনে ফুলকির হাত ধরতে দেখা যাবে। গল্পের মোড়ে দু'জন একসঙ্গে শিশুটির দায়িত্ব নিতেও দেখা যেতে পারে। এখনই সবটা বলছি না, তবে শিশুটি এলে একটা চমক আসবেই গল্পে সেটা অনিবার্য।"
