নিজস্ব সংবাদদাতা: চারপাশের রহস্য-রোমাঞ্চের ভিড়ে এখন ফিকে হয়ে যাচ্ছে পারিবারিক গল্প। পরিবারের অটুট বন্ধন কি সময়ের তালে হারিয়ে যেতে বসেছে? তবে এই ধারা বজায় রেখেছেন পরিচালক সোমনাথ সেন। তাঁর পরিচালনায় ফুটে উঠবে এই পরিবার কেন্দ্রিক গল্প। ছবির নাম পাখির বাসা।
ছবিটি এগোবে মূলত পরিবারকে কেন্দ্র করে। ছেলে ও পূত্রবধূকে নিয়ে সংসার এক ভদ্রলোকের। বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও, মনের ভিতর অশান্তির শেষ নেই তাঁর। অবসর নিয়ে বাড়িতে শান্তিতে থাকার উপায় নেই। ছেলে ও বউমার মানসিক অত্যাচারে নাজেহাল তিনি। ছেলে ও বউমার চরিত্রে থাকছেন অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য ওরফে জ্যাক ও মৌসুমী ভট্টাচার্য।
অন্যদিকে, অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় রয়েছেন আর একটি গল্পে। তিনিও বউকে নিয়ে সংসার করতে গিয়ে মার দিকে খেয়ালই রাখেন না। গল্পে ভাস্বরের মা-র চরিত্রে অভিনয় করছেন পাপিয়া অধিকারী। অবশেষে গল্পের মোড়ে এই দু'জন বৃদ্ধ-বৃদ্ধা বেছে নেন তাঁদের পথ। যে পথের পদে পদে বাধা নেই। কী হবে তারপর? সেই উত্তর মিলবে ছবির গল্পে।
কলকাতার আনাচেকানাচে শুরু হয়েছে ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরে মুক্তি পাবে এই ছবি।
