নিজস্ব সংবাদদাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বাম পথপ্রদর্শক এই নেতার মৃত্যুতে শোকাহত বিনোদন জগতের তারকারাও। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে ভাষা শোকের প্রভাব পড়ল ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গলায়ও।

আজকাল ডট ইন-এর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এই ঘটনা যেন এক যুগের অবসান। একসময় রাজনীতির হাল ধরেছিলেন, আজ চলে গেলেন ইতিহাসের পাতায়। খবরটা পেয়ে খুব মর্মাহত।"

ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কথায়, "একবার পশ্চিমবঙ্গ ত্রাণ তহবিলে আমার অনুষ্ঠানের প্রাপ্য কিছু অংশ দান করেছিলাম। সেই সময় আমায় খুব বাহবা জানিয়েছিলেন বুদ্ধদেব বাবু। আসলে আমার গায়ে কোনওদিনও সরাসরি রাজনীতির রঙ লাগেনি। আমার সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক ছিল।"

তিনি আরও বলেন, "একবার ওঁর লেখা কবিতা পাঠ করেছিলাম। ওঁর গুনমুগ্ধ আমি চিরকাল। একজন পথপ্রদর্শক, বিকাশের পথে যাঁকে আদর্শ মানত যুবসমাজ, তাঁকে হারিয়ে আজ সত্যিই এর চেয়ে বেশি কিছু বলার নেই।"

প্রসঙ্গত, মৃত্যুকালে বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মূলত শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এদিন সকালে প্রাতঃরাশও করেছিলেন বুদ্ধদেব। কিন্তু তারপরই অবস্থার অবনতি হয় বলে খবর। সকাল ৮টা বেজে ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই জীবনাবসান হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের। এদিন সকাল থেকেই তাঁর মৃত্যুতে স্মৃতিচারণ করছেন পরিচিত থেকে কাছের মানুষরা।