২০২৬ সালের শুরুতে হিন্দি সিনেমা এখনও পর্যন্ত বছরের প্রথম বড় হিটের খোঁজে। তবে সেই খরা কাটাতে চলেছেন সানি দেওল। তাঁর আসন্ন ছবি ‘বর্ডার ২’ শুক্রবার মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত। ছবিটি একাধিক রেকর্ড ভাঙতে পারে বলেই মনে করছেন ট্রেড বিশেষজ্ঞরা। এমনকি সানির কেরিয়ারের সেরা ওপেনিংও হতে পারে এই ছবি। এই ছবিতেই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ এবং আহান শেট্টি।

বুধবার ভারতে ‘বর্ডার ২’-এর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তার কয়েক ঘণ্টা আগেই কানাডা, জার্মানি ও অস্ট্রেলিয়ার মতো বিদেশি বাজারে প্রি-সেল শুরু হয়েছিল। বর্তমানে বিশ্বজুড়েই জোরকদমে চলছে অগ্রিম বুকিং। বুকিং শুরু হওয়ার সাড়ে তিন দিনের মধ্যেই ছবিটি প্রথম দিনের জন্য সারা দেশে প্রায় ২ লক্ষের কাছাকাছি টিকিট বিক্রি করে ফেলেছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ছবিটির প্রথম দিনের অগ্রিম বুকিংয়ের আয় পৌঁছেছে প্রায় ৫.৭৫ কোটি টাকায়। অনুরাগ সিং পরিচালিত এই ছবি বৃহস্পতিবার সকালে বুক মাই শো-তে ঘণ্টায় প্রায় ৪ হাজার টিকিট বিক্রি করছে, যা মঙ্গলবারের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি। মুক্তির আগের শেষ দিনে এই গতি আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে, এবং মধ্যরাতের মধ্যে অগ্রিম বুকিংয়ের অঙ্ক ১০ কোটি টাকা ছুঁতে পারে।

‘বর্ডার ২’-এর অগ্রিম বুকিংয়ের গতি যদিও অত্যন্ত দ্রুত নয়, তবুও সাম্প্রতিক একাধিক বড় হিন্দি ছবির তুলনায় এটি অনেকটাই এগিয়ে। এমনকি রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর অগ্রিম বুকিং মুক্তির আগের দিন পর্যন্ত চার কোটি টাকাও ছুঁতে পারেনি, সেখানে ‘বর্ডার ২’ একই সময়ে প্রায় ছ’কোটি টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে।

ট্রেড বিশেষজ্ঞদের মতে, ছবিটির প্রথম দিনের আয় অনায়াসেই ‘ধুরন্ধর’-এর ২৮ কোটি টাকা এবং ভিকি কৌশলের ‘ছাওয়া’-র ৩১ কোটি টাকা প্রথম দিনের রেকর্ড ছাপিয়ে যাবে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত হিসেব অনুযায়ী, ভারতে ছবিটির ওপেনিং কালেকশন হতে পারে প্রায় ৩২ থেকে ৩৫ কোটি টাকা (নেট)।

পূর্বাভাস বলছে, মুখে-মুখে যদি ভাল প্রতিক্রিয়া ছড়ায় এবং ছোট শহরগুলিতে স্পট বুকিং বাড়ে, তাহলে প্রথম দিনেই ছবিটি ৪০ কোটি টাকা অতিক্রম করতে পারে। সেক্ষেত্রে ‘গদর ২’-এর ৪০.১ কোটি টাকার ওপেনিং রেকর্ডও ভেঙে যেতে পারে।
১৯৯৭ সালের জে.পি. দত্ত পরিচালিত ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল এই ‘বর্ডার ২’। ২০২৬ সালের এই ছবি পরিচালনা করেছেন অনুরাগ। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জে.পি. দত্ত ও নিধি দত্ত। ২৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বর্ডার ২’।