দর্শকদের প্রবল আবেগ আর বেড়ে চলা প্রত্যাশার ঢেউয়ে ভর করে ‘বর্ডার ২’ ভারতীয় সিনেমার অন্যতম মর্যাদাপূর্ণ ও হৃদয়ছোঁয়া ছবির তালিকায় নিজের জায়গা পোক্ত করে ফেলেছে। মুক্তি পাওয়ার আগেই।  সাহস, ভ্রাতৃত্ব আর দেশের সেবার মতো শক্তিশালী অনুভূতির ভিতের উপর দাঁড়িয়ে থাকা এই ছবি পর্দার বাইরেও সমান অর্থবহ এক যাত্রা তৈরি করেছে। সেই আবেগকে বাস্তবের মাটিতে ছুঁয়ে দিতে সম্প্রতি ‘বর্ডার ২’-এর গোটা টিম হাজির হয়েছিল কর্ণাটকের কারওয়ার নৌসেনা ঘাঁটিতে, ভারতীয় নৌবাহিনীর অফিসার ও নাবিকদের সঙ্গে এক বিশেষ শ্রদ্ধা-সমারোহে।

 

এই আয়োজন শুধুই এক অনুষ্ঠান নয়, বরং ছিল পারস্পরিক সম্মান ও কৃতজ্ঞতার এক অনন্য মুহূর্ত। একদিকে সিনেমার আবেগ, অন্যদিকে শৃঙ্খলা, কর্তব্য আর ভ্রাতৃত্ববোধে গড়া সশস্ত্র বাহিনীর মূল্যবোধ -দু’য়ের মিলনস্থল হয়ে উঠেছিল সেই সন্ধ্যা। অনুষ্ঠানের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ছবির বিশেষ লাইভ সংগীত পরিবেশনা, যা একান্তভাবেই পরিবেশিত হয় ভারতীয় নৌবাহিনীর অফিসার ও নাবিকদের জন্য। গর্ব, আবেগ আর পারস্পরিক শ্রদ্ধায় ভরপুর সেই সুর যেন ছবির মূল ভাবনাকেই ছুঁয়ে যায় -দেশের প্রতি ভালবাসা এবং যাঁরা সেই দেশকে রক্ষা করেন, তাঁদের প্রতি গভীর সম্মান।

 

পুরো সন্ধ্যার আলাপচারিতা আর পরিবেশনা জুড়ে ছিল একটাই কেন্দ্রবিন্দু - উর্দিধারী নারী-পুরুষদের অটল দায়িত্ববোধ ও মানসিক দৃঢ়তাকে কুর্নিশ জানানো। এই মুহূর্তগুলি আবারও মনে করিয়ে দেয়, পর্দায় বলা গল্প আর বাস্তবের সাহসিকতার মধ্যে কতটা গভীর এক আবেগমথিত যোগসূত্র রয়েছে।

 

এর মধ্যেই মুক্তি পেয়েছে ‘বর্ডার ২’-এর ট্রেলার। ব্যাটালিয়নের দাপট, সমুদ্রে নৌবাহিনীর আধিপত্য, আকাশ চিরে ছুটে চলা যুদ্ধবিমান, সব মিলিয়ে এক দুর্দান্ত, আবেগে ঠাসা অ্যাকশন স্পেকট্যাকল তুলে ধরেছে ট্রেলার। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের ঐতিহাসিক অধ্যায়কে ঘিরে তৈরি এই গল্পের কেন্দ্রে রয়েছেন সানি দেওল -প্রচণ্ড সংলাপ আর চোখধাঁধানো স্ক্রিন প্রেজেন্সে। তাঁর সঙ্গে যুদ্ধবিধ্বস্ত, তীব্র অবতারে ধরা দিয়েছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টি যাঁরা সাহস, ত্যাগ আর বীরত্বের সেই অনুপ্রাণিত কাহিনিগুলিকে জীবন্ত করে তুলেছেন।

 

শুধু যুদ্ধের গর্জনেই থেমে থাকেনি ট্রেলার। দেশের জওয়ান ও অফিসারদের ব্যক্তিগত জীবনের আবেগঘন মুহূর্তও জায়গা পেয়েছে সেখানে। সানি দেওল-মোনা সিং, বরুণ ধাওয়ান-মেধা রানা, দিলজিৎ দোসাঞ্জ-সোনম বাজওয়া, আহান শেট্টি-আনিয়া সিং...এই জুটির সম্পর্কগুলির মাধ্যমে উঠে এসেছে যুদ্ধের আরেকটি দিক। ছবির হৃদয়ে জায়গা করে নিয়েছেন ‘বর্ডার ২’-এর নারী চরিত্ররাও, যাঁরা ঘরের চার দেওয়ালের মধ্যে দাঁড়িয়ে আলাদা এক যুদ্ধ লড়েন, যখন তাঁদের প্রিয়জনেরা সীমান্তে দেশের জন্য জীবন বাজি রাখেন।

 

 

 

 

 

গুলশন কুমার ও টি-সিরিজ প্রযোজিত, জে.পি. দত্তের জে.পি. ফিল্মস-এর সঙ্গে যৌথভাবে নির্মিত ‘বর্ডার ২’। প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জে.পি. দত্ত ও নিধি দত্ত। পরিচালনায় অনুরাগ সিং। দেশপ্রেম আর সাহসের এই মহাকাব্যিক কাহিনি প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে ২৩ জানুয়ারি, ২০২৬।

 

 

কারওয়ার নৌসেনা ঘাঁটির এই অনুষ্ঠান ‘বর্ডার ২’-এর যাত্রাপথে এক অনন্য ও আবেগঘন মাইলস্টোন হয়ে থাকল। ভারতীয় নৌবাহিনীর উষ্ণ আতিথেয়তা এবং এমন তাৎপর্যপূর্ণ পরিবেশে ছবির সংগীত ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ছবির গোটা টিম।

 

 

অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’-এ শক্তিশালী অভিনয়শিল্পীর তালিকায় রয়েছেন সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি, মোনা সিং, মেধা রানা, সোনম বাজওয়া ও আনিয়া সিং। দেশপ্রেম, ত্যাগ আর সাহসের এই স্মরণীয় কাহিনির জন্য প্রস্তুত থাকুন। 
‘বর্ডার ২’ আসছে আগামী ২৩ জানুয়ারি।