আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
‘বর্ডার ২’র আয় ১০০ কোটি
বক্স অফিসে ঝড় তুলেছে ‘বর্ডার ২’। সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ ও আহান শেট্টিকে নিয়ে তৈরি এই ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দুর্দান্ত সাড়া ফেলেছে। সপ্তাহান্তে ছবির আয় আরও বেড়েছে এবং মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই অনায়াসে ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে ‘বর্ডার ২’।
বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, প্রথম রবিবারেই ছবিটি আয় করেছে ৫০.৮৩ কোটি টাকা। মুক্তির দিনে ‘বর্ডার ২’-এর আয় ছিল ৩০ কোটি টাকা। শনিবার ছবির আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়, সেদিন সংগ্রহ হয় ৩৬.৫ কোটি টাকা। সব মিলিয়ে তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১৭.৩৩ কোটি টাকা।
সোমবার প্রজাতন্ত্র দিবস হওয়ায় ছবির ব্যবসা আরও বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দিনগুলিতেও প্রেক্ষাগৃহে ‘বর্ডার ২’-এর এই দাপুটে দৌড় অব্যাহত থাকবে বলেই আশা।
স্মৃতির স্মৃতি মুছলেন পলাশ
পলাশ মুচ্ছল তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে স্মৃতি মন্দানার সঙ্গে থাকা সব ছবি মুছে ফেলেছেন। সম্প্রতি পলাশের বিরুদ্ধে ওঠা বিতর্ক ও প্রতারণার অভিযোগের আবহেই এই পদক্ষেপ। আগেই যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
রবিবার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজরে আসে বিষয়টি। একসময় পলাশের ইনস্টাগ্রাম ফিড জুড়ে ছিল স্মৃতির সঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও একসঙ্গে কাটানো নানা বিশেষ দিনের পোস্ট। কিন্তু এখন তাঁর প্রোফাইলে স্মৃতির উপস্থিতি একেবারেই নেই।
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই এই জুটি একসঙ্গে পাঁচ বছর পূর্তি উদযাপন করেছিল। সেই উপলক্ষে তাঁদের ব্যক্তিগত মুহূর্ত, ভ্রমণ ও নানা অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তবে সে সব এখন আর নেই। ইনস্টাগ্রামেও একে অপরকে আনফলো করেছেন তাঁরা।
রহমানের দাবিকে উড়িয়ে দিলেন অরুণ
এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান অভিনেতা-রাজনীতিবিদ অরুণ গোভিল। তাঁর মতে, ভারতীয় চলচ্চিত্র জগৎ বরাবরই বৈচিত্রের প্রতীক, যেখানে সব ধর্ম ও পটভূমির মানুষ কাজের সুযোগ পেয়েছেন।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, গত আট বছরে হিন্দি ছবিতে তাঁর কাজের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। সেই প্রসঙ্গে তিনি ইঙ্গিত দেন, বিষয়টির সঙ্গে হয়তো কোনও ‘সাম্প্রদায়িক ব্যাপার’ জড়িত থাকতে পারে।
এই মন্তব্যের জবাবে অরুণ জানান, চলচ্চিত্র শিল্পে কখনওই সাম্প্রদায়িকতার ভিত্তিতে কাউকে কাজ থেকে বঞ্চিত করা হয়নি। তিনি বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে এমনটা কখনও ঘটেনি যে সাম্প্রদায়িক কারণে কেউ কাজ পাননি। বরং এর বিপরীত উদাহরণই বেশি। এখানে সব ধর্মের মানুষ কাজ করেছেন এবং আজও করছেন। আসলে চলচ্চিত্র শিল্পই একমাত্র ক্ষেত্র, যেখানে সাম্প্রদায়িক পক্ষপাত নেই।”
নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ দিতে গিয়ে অরুণ বলেন, “এক সময়ে দিলীপ কুমার ছিলেন এই ইন্ডাস্ট্রির রাজা। আজও শাহরুখ খান, সলমন খান, আমির খান, তাঁরা সকলেই বড় তারকা। যদি সত্যিই সাম্প্রদায়িক পক্ষপাত থাকত, তাহলে তাঁরা কীভাবে তারকা হয়ে উঠতেন?”
বলিউডের নিন্দায় প্রকাশ
মালয়ালম ও তামিল সিনেমার শক্তিশালী, বিষয়নির্ভর গল্প বলার প্রশংসা করে মূলধারার হিন্দি চলচ্চিত্রের তীব্র সমালোচনা করলেন অভিনেতা প্রকাশ রাজ। তাঁর অভিযোগ, হিন্দি সিনেমা ধীরে ধীরে নিজের শিকড় হারিয়ে ফেলেছে এবং এখন তা ক্রমশই ‘কৃত্রিম’ ও ‘অর্থকেন্দ্রিক’ হয়ে উঠছে।
শনিবার কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বলেন, বর্তমান সময়ে মালয়ালম ও তামিল ইন্ডাস্ট্রিতে খুবই শক্তিশালী ছবি তৈরি হচ্ছে। অন্য দিকে হিন্দি সিনেমা এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে বাহ্যিক চাকচিক্য থাকলেও ভিতরে তেমন কোনও গভীরতা নেই। তাঁর কথায়, “আজকের হিন্দি সিনেমা যেন মাদাম তুসোর মিউজিয়ামের মতো। সব কিছু দেখতে সুন্দর, নিখুঁত, কিন্তু প্রাণহীন।”
