নস্টালজিয়াতেই কামাল! মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমত চমক দেখাচ্ছে 'বর্ডার ২'। মাত্র ৫ দিনেই এই আইকনিক ছবিটির সিক্যুয়েল ডাবল সেঞ্চুরি পার করে গেল। একই সঙ্গে নির্মাতাদের তরফে 'বর্ডার ৩' -এর ঘোষণা করা হল। 

প্রজাতন্ত্র দিবসের আবহে মুক্তি পেয়েছে 'বর্ডার ২'। মুক্তির পর প্রথম মঙ্গলবার ছবির আয়ে বেশ খানিকটা পতন লক্ষ্য করা গেলেও, মোটের উপর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আয়ের পরিমাণ। পঞ্চম দিনে ভারতীয় বক্স অফিসে ছবিটি ২৩ কোটি ৩১ লাখ টাকা আয় করেছে। ফলে পাঁচ দিনের মাথায় 'বর্ডার ২' ছবিটির মোট বক্স অফিস কালেকশন গিয়ে ২১৬ কোটি ৭৯ লাখ টাকায় দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে এই ছবিটি এখনও পর্যন্ত ২৭০ কোটি ৭০ লাখ টাকা আয় করেছে। 

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ভারতে ২৪.৮২ শতাংশ অকুপেন্সি ছিল সিনেমা হলে। প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়া সমস্ত ভারতীয় ছবির নিরিখে সানি দেওল অভিনীত 'বর্ডার ২' ছবিটি দ্বিতীয় এমন ছবি যা প্রথম সপ্তাহান্তে এত ভাল ব্যবসা করেছে। আর এরই মাঝে এল সুখবর। 

সম্প্রতি 'বর্ডার ২' ছবিটির প্রযোজক ভূষণ কুমার জানিয়েছেন তাঁরা এই ছবিটির তৃতীয় ভাগ মানে, 'বর্ডার ৩' নিয়ে আসবেন। দ্বিতীয় ভাগের মতোই ছবির তৃতীয় ভাগেরও পরিচালনার দায়িত্ব সামলাবেন অনুরাগ সিং। বক্স অফিসে যখন রমরমিয়ে 'বর্ডার ২' ব্যবসা করছে ঠিক তখনই দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে ঘোষণা করা হল 'বর্ডার ৩' -এর। তবে সেখানে 'বর্ডার ২' -এর অভিনেতাদেরই দেখা যাবে কিনা বা কবে মুক্তি পেতে পারে সেই ছবি সেটা এখনও ঘোষণা করা হয়নি।

'বর্ডার ২' ছবিটিতে সানি দেওল ছাড়াও আছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঁঝ, আহান শেট্টি, মোনা সিং, সোনম বাজওয়া, প্রমুখ। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেপি দত্তর কাল্ট ছবি 'বর্ডার' -এর সিক্যুয়েল এটি। 'বর্ডার ২' ছবিটির পরিচালনা করেছেন অনুরাগ সিং। প্রযোজনা করেছেন জেপি দত্তর মেয়ে নিধি দত্ত এবং ভূষণ কুমার।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'বর্ডার ২' ছবির ‘এন্ড ক্রেডিট’ বা শেষ দৃশ্যে এমন এক চমক রাখা হয়েছে যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথম ছবিতে শহীদ হওয়া চার প্রধান চরিত্র— সুনীল শেঠি, অক্ষয় খান্না, পুনিত ইসার এবং সুদেশ বেরি-কে আবারও পর্দায় দেখার সুযোগ পেয়েছেন দর্শক। বিশেষ করে অক্ষয় খান্নাকে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি 'ধুরন্ধর' ছবিতে তার কাজ দেখে অনুরাগীরা মুখিয়ে ছিলেন 'বর্ডার ২'-তে তাঁকে দেখার জন্য। যদিও নির্মাতারা দীর্ঘসময় এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি, কিন্তু প্রেক্ষাগৃহ থেকে ফাঁস হওয়া ক্লিপ এখন ইন্টারনেটে ঝড় তুলছে। ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যায়, সানি দেওলের চরিত্র প্রথম যুদ্ধের সেই বীর শহীদদের স্মরণ করছেন। দর্শকের মনে প্রশ্ন জেগেছিল— তবে কি অক্ষয় খান্নার সাম্প্রতিক জনপ্রিয়তাকে হাতিয়ার করতেই এই দৃশ্যটি শেষ মুহূর্তে যোগ করা হয়েছে? তবে এক্ষেত্রে নির্মাতাদের স্পষ্ট জবাব, এই বিশেষ দৃশ্যটি ছবির চিত্রনাট্যে আগে থেকেই ছিল। এটি কোনওভাবেই শেষ মুহূর্তে যোগ করা হয়নি বা অন্য কোনও ছবির জনপ্রিয়তাকে কাজে লাগানোর চেষ্টা নয়।