সংবাদ সংস্থা মুম্বই: চলতি মাসেই মুক্তি পেতে চলেছেন সুজিত সরকারের নতুন ছবি ‘আই ওয়ান্ট টু টক’। মুখ্যচরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। সুজিত তাঁর ছবিতে অভিষেককে এক কন্যার ‘একা বাবা’ রূপে দেখাতে চলেছেন। নিজেকে বচ্চন পরিবারের ‘ঘরের লোক’ বলেন সুজিত। অমিতাভ বচ্চনের সঙ্গে একাধিক ছবি ও বিজ্ঞাপন বানিয়েছেন। বহু বছর ধরে তিনি চেনেন অভিষেক বচ্চনকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুজিত ফাঁস করলেন অমিতাভ না জয়া-কার সঙ্গে বেশি মিল অভিষেকের? কোন কোন ব্যাপারেই বা মিল? 

 

সম্প্রতি, এক সাক্ষাৎকারে সুজিত সরকার বললেন, “সবাই আলোচনা করেন অমিতাভের সঙ্গে কোথায় মিল অভিষেকের অথবা বাবার কোন স্বভাবটি পেয়েছে ও। আমি কিন্তু বলব, অমিতাভ স্যারের থেকে জয়াদি অর্থাৎ জয়া বচ্চনের সঙ্গে অভিষেকের মিল অনেক বেশি। ওঁর চোখের সঙ্গে জয়াদির খুব মিল। এছাড়া যেভাবে কথা  বলে অভিষেক, ওর হাবভাব -এসবের মধ্যে জয়াদির ছাপ দেখতে পাই আমি। আমরা তো জয়া বচ্চনকে ‘মহানগর’, ‘অভিমান’-এর মতো ছবিতে দেখেছি। সেসব ছবিতে ফুটে বেরিয়েছে জয়াদির সারল্য। অভিষেকের মধ্যে ঠিক এই সারল্যটাই রয়েছে। স্পষ্ট দেখতে পাই আমি।”

 

আর অমিতাভ? তাঁর সঙ্গে কি একেবারেই কোনও মিল নেই অভিষেকের? সে প্রশ্নের জবাব না দিয়ে সেটে শট দেওয়ার আগে অমিতাভ-অভিষেকের মধ্যে কোথায় পার্থক্য তার হদিস দিলেন সুজিত সরকার। “অমিতাভ স্যার কোনও শত দেওয়ার আগে বহুবার মহড়া দেন। নানাভাবে অভিনয় করেন। ঘন্টার পর ঘন্টা। অভিষেক সেসবের ধার মাড়ান না। সেটে এসে গল্পগুজব করে, ঠাট্টা-তামাশা করে, এদিক-ওদিকে ঘোরে। তবে চিত্রনাট্যটা বারবার পড়তে থাকে। ব্যস! তবে 'আই ওয়ান্ট টু টক' ছবির শুটিংয়ে নিজেকে পুরোপুরি আমার কাছে সমর্পণ করে দিয়েছিল অভিষেক। এই ছবিতে দর্শকের দৃষ্টি নিজের দিকেই কেড়ে নেবে অভিষেক।”