সংবাদ সংস্থা মুম্বই: ৭০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন শক্তি কাপুর। নৃশংস খলনায়ক থেকে দমফাটা, মজাদার কৌতুক চরিত্র-সবেতেই সাবলীল তিনি। বিশেষ করে কাদের খান, গোবিন্দা এবং আসরানির সঙ্গে পর্দায় শক্তির রসায়ন অন্য মাত্রায় পৌঁছে দিত ছবিকে। তবে শুধুই পর্দায় নয়, পর্দার বাইরেও শক্তির নানা মুচমুচে কিসসা ঘোরাফেরা করে বলিপাড়ার অন্দরে। যা শুনে অবাক হতে হয়, চমকে যেতে হয়। এমনই এক অজানা গল্প শোনালেন অভিনেত্রী অর্চনা পূরণ সিং।  নিজের ইউটিউব চ্যানেলে শক্তির সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়োয় ফাঁস হয়েছে সেকথা।


অভিনেত্রী অর্চনা পূরণ সিং-এর সঙ্গেও একাধিক ছবিতে কাজ করেছেন শক্তি। সম্প্রতি, নেটফ্লিক্সের 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'তে অতিথি হিসাবে হাজির হয়েছিলেন গোবিন্দা, চাঙ্কি পাণ্ডে এবং শক্তি কাপুর। সেখান থেকেই করা ওই ভিডিও। অর্চনার আপলোড করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, অর্চনার উদ্দেশ্যে শক্তি জানালেন, এই মুহূর্তে তিনটি বাংলো রয়েছে অভিনেত্রীর। চার নম্বরটি কেনার ফিকির করছেন। শোনামাত্রই মজার সুরে অর্চনা বলে ওঠেন, "খবরদার, নজর দিবি না।" হাসতে হাসতে শক্তির পাল্টা জবাব, "আপনার কোনও বিষয়ে আমি নজর দেব, এটা হতেই পারে না।" বর্ষীয়ান অভিনেতার মুখে একথা শুনে খানিক আবেগপ্রবণ হয়ে পড়েন অর্চনা। খানিক চুপ করে অতীত খুঁড়ে বের করে আনেন এক অজানা ঘটনার কথা। অর্চনা প্রথমবার ফাঁস করলেন কীভাবে তাঁর কেরিয়ারের কঠিন সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শক্তি কাপুর- ‘‘আমি কোনও দিন ভুলতে পারব না, যখন আমি ফ্ল্যাট কিনতে যাই তখন তিনি আমাকে ৫০ হাজার টাকা ঋণ দিতে চেয়েছিলেন। জানিয়েছিলেন, যদি আমার টাকার প্রয়োজন হয়, তা হলে ওর থেকে টাকাটা ধার হিসাবে নিতে পারি। সেই সময় ৫০ হাজার টাকার মূল্য ছিল অনেকটাই!’’  অর্চনা জানান, তাঁর সেই কঠিন সময়ে শক্তিই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এতটাই ভাল মনের মানুষ তিনি।