সংবাদ সংস্থা মুম্বই: আরবাজ খানের পুত্র আরহানের পডকাস্ট শো-এর আগামী অতিথি সলমন। নিজের মনের কথা উজাড় করবেন তিনি। সেই অনুষ্ঠানের একটি ঝলক নিজেই ভাগ করে নিয়েছেন 'ভাইজান'। সেই ঝলকে দেখা যাচ্ছে, ভাইপো আরহানকে জীবনের পরামর্শও দিয়েছেন তিনি। সলমনের কথায়, “সব সময়ে পরিবার ও বন্ধুদের পাশে থাকবে। এটা সারা জীবন তোমাকে করেই যেতে হবে।” ৫৯ বছর বয়সে এসেও নিজেকে নানা পরামর্শ দেন অভিনেতা। একটি পরামর্শ তিনি দেন ভাইপোকেও। বলেন, “আমি নিজেকে একটা পরামর্শ দিই। সেই পরামর্শই তোমাকে দেব। এই পরামর্শ শুনে হয়তো তুমি আমাকে ঘৃণা করবে। আমি নিজেকে এই পরামর্শ আরও রূঢ় ভাবে দিয়ে থাকি। জীবনে কাউকে এক বার ক্ষমা করা যায়, দু’বার ক্ষমা করা যায়। তিন বার হয়ে গেলে, সেই ব্যক্তিকে নিজের জীবন থেকে হঠিয়ে দাও।”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by dumb biryani (@dumbbbiryani)
ভিডিওর শেষে আরহানের উদ্দেশ্যে সলমনকে আরও বলতে শোনা গেল, “কোনও পরিস্থিতে যখন তুমি অসম্ভব ক্লান্ত, শরীর ক্রমাগত বার্তা দিচ্ছে ‘না’, তখন যেন তোমার মন বলে ‘হ্যাঁ’। আবার যখন যখন তোমার শরীর ও মন দুইই বলছে ‘না’, তখন নিজেকে নিজেই উদ্বুদ্ধ করতে জোর গলায় বলবে, “চলো, শেষবারের মতো চেষ্টা করা যাক!” পরের প্রজন্মের উদ্দেশ্যে জীবনের পরামর্শ দেওয়ার ফাঁকেই সলমনোচিত রসিকতা করতে ভুললেন না 'টাইগার –“এই শো-এ আমি-ই সবথেকে বোকা। নইলে তোমাদের মতো হাড্ডি বোকাদের সঙ্গে বসে এসব কথাবার্তা বলি!”