সংবাদসংস্থা মুম্বই: বহুদিন ধরেই লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় রয়েছেন সলমন খান। প্রাণনাশের হুমকির পর আরও জোরালো হয়েছে 'ভাইজান'-এর নিরাপত্তা। এর মাঝেই সলমন খানকে খুনের ছক কষার অভিযোগে ধৃত দুই ব্যক্তির জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। এদিকে, বহাল তবিয়তে মায়ানগরীর বুকে ঘুরে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি, তাঁকে দেখা গিয়েছে মালাইকা অরোরা ও আরবাজ খানের ছেলে আরহানের টক শোয়ে। 

 


ভাইপো পডকাস্টে এসে নিজের সম্বন্ধে অনেক অজানা কথা তুলে ধরেছেন অভিনেতা।জানিয়েছেন, সাধারণত কয়েক ঘণ্টাই ঘুমান তিনি। ৭-৮ ঘণ্টা ঘুম হয়ত মাসে একদিনই হয়।সলমন জানিয়েছেন, কখনও কখনও দু'ঘণ্টারও কম ঘুম হয় তাঁর। কিছু করার না থাকলেই একমাত্র ঘুম পায়। বাকি সময় কিছু না কিছু কাজ করেন তিনি। 

 


সলমন এও জানিয়েছেন, যখন তিনি জেলে ছিলেন তখন প্রচুর ঘুমাতেন। সেখানে কিছু করার ছিল না তাঁর। পরিবার-পরিজনরা ছিলেন না। তাই ঘুমিয়েই সময় কাটাতেন। এখন মাঝ আকাশে বিমানেও ঘুমিয়ে পড়েন তিনি। 

 


ভাইপোর শোয়ে এসে নানা কথার মাঝে জানান, বর্তমান প্রজন্মের মধ্যে উৎসাহ কম বলেও মনে করেন তিনি। তাঁর কথায়, "আমরা যখন খেলতাম, হাঁফ ধরে যেত। শরীর অবসন্ন হয়ে পড়ত। কিন্তু মুখে চওড়া হাসি লেগে থাকত। আবারও খেলতে যেতে মন চাইত। আজকাল উৎসাহের চেয়ে আত্মতুষ্টি বেশি। কিন্তু উৎসাহ হারালে চলবে না। তাহলে সময়ের আগেই বার্ধক্যে গ্রাস করবে।"