সংবাদ সংস্থা মুম্বই: একসময় ছোটপর্দার জনপ্রিয় মুখ ছিলেন রাম কাপুর। একাধিক বিগ বাজেট ছবিতেও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের তারকাদের পেশাদারিত্ব নিয়ে বহু অজানা কথা ফাঁস করলেন তিনি। এবং সেসব শুনে রীতিমতো চমকে উঠতে হয়।

 

সাক্ষাৎকারের প্রথমেই বলিপাড়ার নয়া প্রজন্মের শিল্পীদের পেশাদারিত্বের খোলা গলায় তারিফ শোনা গেল তাঁর মুখে। উঠে এল আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের নাম। তাঁর কথায়, "আজকের সময়ে একইসঙ্গে যা খুশি তাই করে যাব প্রতিনিয়ত আর তারকা তকমা-ও পাব, সেটি হবে না। সময় এখন বদলে গিয়েছে। বরুণ, আলিয়া, অভিষেক বচ্চন- এরা দারুণ পেশাদার। কারণ তারা জানে, এখানে টিকে থাকতে হলে এরকম হওয়া ছাড়া অন্য কোনও উপায় নেই। আজকে কেন আলিয়া এত সফল? কারণ ভীষণ পেশাদার। এতটাই যে দেখে চমকে উঠতে হয়! সবসময় প্রস্তুতি সেরে সেটে আসে। এসে পরিচালককে জিজ্ঞেস করে-আপনি আমার থেকে কেমন ধরনের পারফরম্যান্স চাইছেন? জানা হল, কাজও হয়ে গেল। ব্যস!"

 

" শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারের মতো প্রথম সারির তারকারা পর্যন্ত চূড়ান্ত পেশাদার। সদ্য অক্ষয়ের সঙ্গে একটি ছবির শুটিং শেষ করলাম। জোরের সঙ্গে বলছি, অক্ষয়ের থেকে বেশি পেশাদার আর কোনও অভিনেতাকে আজ পর্যন্ত আমি দেখেনি।" আর সলমন খান? কাজ করার ব্যাপারে তিনি কেমন? রামের চটপট জবাব, " ওরে বাবা! রাতভর পার্টি করতে, মদ্যপান করতে ,হাল্লা করতে সলমন ভাইকে দেখেছি আমি। কিন্তু যখন শুটিং থাকে, উনি পাক্কা পেশাদার। প্রয়োজনে রাত ১২টা পর্যন্ত শুটিং করবেন। এরপর রাত ১টা থেকে ৩টে পর্যন্ত জিমে গিয়ে ঘাম ঝরাবেন, তারপর ঘুমোবেন। ভাবতে পারেন! এতটা পেশাদার।"