‘অ্যানিমেল’ আর ‘পারিয়া’র পোস্টারের অদ্ভুত মিল। এই নিয়েও চর্চা কম হয়নি। সেই সময় ‘পারিয়া’র পরিচালক তথাগত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁরা আগে পোস্টার তৈরি করে প্রকাশ্যে এনেছেন। তারপর সন্দীপ রেড্ডি ভঙ্গার ছবির পোস্টার প্রকাশ্যে আসে। তাঁর মতে, বাংলা ছবি থেকে বলিউডের অনুপ্রেরণায় দেখে তিনি আপ্লুত। মুক্তির আগে একই জায়গা থেকে আরও একবার চর্চিত ছবিটি। এবার ‘অ্যানিমেল’ ছবির খলনায়ক ববি দেওল পারিয়ার ট্রেলার ভাগ করে নিলেন! শুভে্চ্ছা জানালেন ছবির গোটা টিমকে।
ইদানীং বহু বাংলার ছবিমুক্তির আগে বলিউডের প্রথম সারির তারকাদের থেকে শুভেচ্ছা এসেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিমুক্তি মানেই অমিতাভ বচ্চনের শুভেচ্ছা। তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এর মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরীকেও শুভকামনা জানিয়েছেন। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক ছবি বলিউডের শুভকামনা পেয়েছে। সেই তালিকায় যুক্ত হল ‘পারিয়া’। শহর, শহরতলি, বইমেলার পাশাপাশি ববির ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির প্রচার। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত টিম ‘পারিয়া’। সামাজিক পাতায় সেকথা জানিয়ে তাঁরা বলিউড অভিনেতাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বার্তা, ‘পারিয়া টিম সম্মানিত, ববি দেওল ছবির ট্রেলার শেয়ার করেছেন। এই তথ্য প্রকাশ্যে এনে দারুণ খুশি আমরা। আপনার এই সহযোগিতা ছবির সমস্ত অভিনেতা এবং কলাকুশলীদের প্রচুর উৎসাহিত করেছে।’
বলিউডের পাশাপাশি টলিউড থেকেও যথেষ্ট সহযোগিতা পাচ্ছে ছবিটি। ছবির টিজারমুক্তিতে উপস্থিত ছিলেন খোদ দেব অধিকারী। ট্রেলারমুক্তি ঘটান জিৎ। ট্রেলারমুক্তির পাশাপাশি তিনি ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে আন্তরিক শুভকামনা জানান। ধন্যবাদ দেন পরিচালককে। এমন অভিনব অথচ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। ছবির ঝলকে নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের অভিনয় মুগ্ধ করেছে তাঁকে। তিনি ট্রেলারমুক্তি অনুষ্ঠানেই প্রশংসায় ভরিয়ে দেন অভিনেতাকে।
ইদানীং বহু বাংলার ছবিমুক্তির আগে বলিউডের প্রথম সারির তারকাদের থেকে শুভেচ্ছা এসেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবিমুক্তি মানেই অমিতাভ বচ্চনের শুভেচ্ছা। তিনি সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এর মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরীকেও শুভকামনা জানিয়েছেন। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের একাধিক ছবি বলিউডের শুভকামনা পেয়েছে। সেই তালিকায় যুক্ত হল ‘পারিয়া’। শহর, শহরতলি, বইমেলার পাশাপাশি ববির ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির প্রচার। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত টিম ‘পারিয়া’। সামাজিক পাতায় সেকথা জানিয়ে তাঁরা বলিউড অভিনেতাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বার্তা, ‘পারিয়া টিম সম্মানিত, ববি দেওল ছবির ট্রেলার শেয়ার করেছেন। এই তথ্য প্রকাশ্যে এনে দারুণ খুশি আমরা। আপনার এই সহযোগিতা ছবির সমস্ত অভিনেতা এবং কলাকুশলীদের প্রচুর উৎসাহিত করেছে।’
বলিউডের পাশাপাশি টলিউড থেকেও যথেষ্ট সহযোগিতা পাচ্ছে ছবিটি। ছবির টিজারমুক্তিতে উপস্থিত ছিলেন খোদ দেব অধিকারী। ট্রেলারমুক্তি ঘটান জিৎ। ট্রেলারমুক্তির পাশাপাশি তিনি ছবির সঙ্গে জড়িত প্রত্যেককে আন্তরিক শুভকামনা জানান। ধন্যবাদ দেন পরিচালককে। এমন অভিনব অথচ গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য। ছবির ঝলকে নায়ক বিক্রম চট্টোপাধ্যায়ের অভিনয় মুগ্ধ করেছে তাঁকে। তিনি ট্রেলারমুক্তি অনুষ্ঠানেই প্রশংসায় ভরিয়ে দেন অভিনেতাকে।
