এক কথায় বলিউডে এখন ববি দেওলের সময় চলছে! একদিকে আরিয়ান খানের পরিচালনায় প্রথম ছবি 'দ্য ব্যাডস অফ বলিউড', যেখানে তাঁর অভিনীত চরিত্র ইতিমধ্যেই আলোচনায়। আর তার মাঝেই মিলল আরও এক বড় খবর! জানা গেছে, এবার আলি আব্বাস জাফরের পরিচালনায় আসন্ন এক অ্যাকশন ড্রামায় মুখ্য চরিত্রে দেখা যাবে ববিকে। ছবিটিতে ববি ছাড়াও মুখ্যচরিত্রে অভিনয় করছেন সাইয়ারা ছবি খ্যাত অহন পাণ্ডে ও শর্বরী ওয়াঘ।
তবে এখানেই শেষ নয়। সূত্রের খবর, ববি এই ছবিতে ববি নায়কের প্রতিদ্বন্দ্বী চরিত্রে অভিনয় করছেন ঠিকই, কিন্তু তাঁকে ঠিক গড়পড়তা ভিলেন বলা যাবে না। এক সূত্রের ভাষায়, ববির চরিত্রটা অথরিটেটিভ, মানে কর্তৃত্বপূর্ণ জায়গায়। কিন্তু ছবির গল্প যত এগোবে, দেখা যাবে তাঁর চরিত্রটা পুরো আঁধারে মোড়া নয়, বরং নানা ধূসর ছায়া রয়েছে তাতে। আর ববির অভিনীত চরিত্রের এই এই ধূসর দিকটাই গল্পে টুইস্ট আনবে।”
‘অ্যানিম্যাল’-এর নিষ্ঠুর, ভয়ঙ্কর অবতারের পর ববির এই রূপটা নিঃসন্দেহে নতুন চমক। কারণ আসন্নআলফা ছবিতেও তিনি আলিয়া ভাট ও শর্বরীর বিপরীতে মূল খলনায়কের ভূমিকায়। তবে আলি আব্বাস জাফরের ছবিটি একেবারেই অন্য ঢঙের। অন্য একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, “আলি আর প্রযোজক আদিত্য চোপড়া শুরু থেকেই চেয়েছিলেন ববির চরিত্রটা যেন একদমই ভয়ানক, ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট না হয়। বরং একটু রহস্যময়, শক্তিশালী, কিন্তু ভেতরে গভীর মানসিক টানাপোড়েন থাকা চরিত্র। ববির জন্যই চরিত্রটা এমন করে লেখা হয়েছে।”
জানা গিয়েছে, আলি ও তাঁর টিম খুব শীঘ্রই ছবির লোকেশন রেকি করতে ইংল্যান্ডে রওনা দেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬-এর প্রথম প্রান্তিকেই শুরু হবে শুটিং। বলিউডের নতুন প্রজন্মের প্রিয় তারকাদের সঙ্গে এখন ববি দেওল কার্যত ‘ইন-ডিমান্ড’। একের পর এক চমকপ্রদ চরিত্রে তাঁর প্রত্যাবর্তন এখন দর্শকদের কাছে রীতিমতো হিট!
অন্যদিকে, মোহিত সুরি পরিচালিত 'সাইয়ারা' ছবিতে অনীত পাড্ডার বিপরীতে অহন পাণ্ডের অভিনয় দর্শকের মন জয় করে নিয়েছিল। ছবিটি কেবল বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং অহন ও অনীতকে রাতারাতি বলিউডের ‘মোস্ট প্রমিসিং নিউকামার’ বা সবচেয়ে প্রতিশ্রুতিশীল নবাগতদের তালিকায় স্থান করে দিয়েছে। প্রথম ছবির বিপুল সাফল্যের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, তাঁদের প্রিয় অভিনেতা তাঁর পরবর্তী পদক্ষেপ কী নেন। এদিকে অহনকে কাস্ট করার পিছনে পরিচালক আলি আব্বাস জাফরের বিশেষ আগ্রহ ছিল।খবর অনুযায়ী, অহনের প্রথম ছবি ‘সাইয়ারা’-তে তাঁর আবেগপূর্ণ ও নাটকীয় দৃশ্যে অভিনয় দেখে পরিচালক মুগ্ধ হয়েছিলেন। জাফর এমন একজন অভিনেতাকে খুঁজছিলেন, যিনি অ্যাকশন ও রোম্যান্সের পাশাপাশি দৃশ্যের প্রয়োজনীয় গভীর আবেগ ফুটিয়ে তুলতে পারবেন। ‘সুলতান’-এর মতো দুর্দান্ত ড্রামা এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো অ্যাকশন ছবিতেও যে পরিচালক গল্পের বুনন ও নাটকীয়তার উপর জোর দেন, তিনি অহন পাণ্ডের মধ্যে সেই ক্ষমতা খুঁজে পেয়েছেন।
