সংবাদসংস্থা মুম্বই: বড়পর্দায় আসতে চলেছে দেশের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার সুকুমার সেনের বায়োপিক। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ছবির ঘোষণা করলেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর। ট্রিকিটেনমেন্ট মিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি তৈরি করতে চলেছেন তিনি।

ছবি প্রসঙ্গে সিদ্ধার্থ মুম্বই সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে জানান, "সুকুমার সেন ভারতের গণতান্ত্রিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সকলের কাছে যাতে প্রার্থীদের বিশেষভাবে পরিচয় তৈরি করে দেওয়া যায়, তাই বিভিন্ন প্রতীক ও রঙের মাধ্যমে রাজনৈতিক দলকে চিহ্নিত করার ব্যবস্থা থেকে শুরু করে বেনিয়ম এড়াতে আঙুলে কালি লাগানোর মতো বন্দোবস্ত। সবটাই তাঁর উদ্ভাবনী চিন্তার ফল।আমাদের জাতীয় নায়কদের মধ্যে অন্যতম সুকুমার সেনের জীবনী নিয়ে বায়োপিক তৈরি করতে পেরে আমরা গর্বিত।"

সুকুমার সেন-এর ভূমিকায় কোন অভিনেতা থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান প্রযোজক। সিদ্ধার্থ-এর কথায়, এই চরিত্রের জন্য নজরে রয়েছে আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও-এর মত অভিনেতারা। সূত্রের খবর, অভিনেতা নির্বাচন পর্ব শেষ হলেই চলতি বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং।