টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ অভিষেক কুমার ও তাঁর প্রাক্তন প্রেমিকা ইশা মালভিয়া। ঘটনাচক্রে আবারও আলোচনায় এসেছেন এই। প্রাক্তন জুটি। সম্প্রতি দু'জনকে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় জোর গুঞ্জন ছড়িয়েছে, তাঁদের মধ্যে নাকি পুরনো সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১৭ শেষ হওয়ার পর থেকেই এই আলোচনা আরও জোরদার হয়।
অভিষেক ও ইশা প্রথম পরিচিত হন একটি ধারাবাহিকের শুটিং সেটে। সেখান থেকেই তাঁদের সম্পর্ক শুরু হলেও কিছুদিন পর তা ভেঙে যায়। ইশা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, অভিষেকের আচরণ নাকি দিনে দিনে বিষাক্ত হয়ে উঠেছিল। পরে তিনি অভিনেতা সমর্থ জুরেলের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে বিগ বস ১৭-তে ত্রিকোণ সম্পর্কের জেরে তাঁদের নাম আবারও একসঙ্গে জড়িয়ে যায়।
আরও পড়ুন: বিচ্ছেদের পথে হাঁটছেন মোনালি ঠাকুর! গায়িকার আট বছরের দাম্পত্যে কেন ভাঙন ধরল?
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় অভিষেক ও ইশা রাতের বেলায় একই গাড়িতে বসে রয়েছেন। দু'জনেই পাপারাজ্জিদের ক্যামেরা থেকে মুখ লুকানোর চেষ্টা করেন। এর আগেও তাঁদের একটি মিউজিক ভিডিও ও রিয়্যালিটি শো-এর শুটিংয়ে একসঙ্গে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই গুঞ্জন ওঠে, তাঁরা কি আবার নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করে ফেললেন?

এই প্রসঙ্গে ইশাকে মুম্বই সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি কৌশলে এড়িয়ে যান। সাংবাদিকরা জানতে চাইলে শুধু বলেন, “আপনারা ঠিক কী দেখেছেন?” — তবে সম্পর্ক নিয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি। অন্যদিকে অভিষেক খোলাখুলি প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর কথায়, “আমরা শুধুই কাজের জন্য একসাথে হচ্ছি। বিগ বসের পর পরিস্থিতি সহজ ছিল না, তবে কালারস চ্যানেলের অধিকর্তাদের অনুরোধে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনও সীমা অতিক্রম করতে চাই না। যদি করি তবে সবকিছু শেষ হয়ে যাবে। আমরা শুটিং করি, এরপর বাড়ি ফিরে যাই, ব্যক্তিগতভাবে কথা বলি না।”
অভিষেক আরও জানান, কাজ শুরু করার আগে আমাদের দু'জনের পরিবারের অনুমতি ও সমর্থন নেওয়া হয়েছে। অর্থাৎ, তাঁদের সহযোগিতা শুধুই পেশাগত এবং ব্যক্তিগত সম্পর্কে ফেরার কোনও সম্ভাবনা নেই।
যদিও নেটিজেনদের মধ্যে তাঁদের এই পুনর্মিলন নিয়ে নানা জল্পনা অব্যাহত রয়েছে। অনেকে মনে করছেন, এত ঘন ঘন একসাথে দেখা যাওয়া কেবল কাকতালীয় হতে পারে না। অন্যদিকে অনেকে অভিষেকের বক্তব্যে আস্থা রেখেছেন এবং বলেছেন, দুই শিল্পী যদি একসঙ্গে কাজ করেই থাকেন তবে তা স্বাভাবিক ব্যাপার।
সব মিলিয়ে, অভিষেক-ইশার সম্পর্ক ঘিরে গুঞ্জন যতই বাড়ুক না কেন, অভিনেতা নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন— তাঁদের মধ্যে কোনও ব্যক্তিগত ‘প্যাচ-আপ’ হয়নি, সবটাই নিছক পেশাগত বোঝাপড়ার মধ্যে আটকে আছে।
