নিজস্ব সংবাদদাতা: পর্দার মতো বাস্তবেও প্রেম এখন তুঙ্গে। ছোটপর্দার এই জুটিকে নিয়ে জোর আলোচনা চলছে টলিপাড়ায়। নায়ক বিবাহিত, নায়িকা সঙ্গে বয়সের ফারাক অনেকটাই, কিন্তু মন কী আর সেসব কথা শোনে! শোনা যাচ্ছে পর্দায় অভিনয় করতে করতে বাস্তবে নায়ককে মন দিয়ে ফেলেছেন নায়িকা। তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছিল বহুদিন ধরেই, যদিও সে কথা মানতে চাননি নায়ক-নায়িকা কেউই।
ধারাবাহিকে নায়ক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। তবে এবার বিবাহিত নায়কের প্রেমে পড়ে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করলেন নায়িকা। অন্যদিকে, নায়কের সুখী দাম্পত্যেও নাকি চির ধরেছে। তবে সমাজ মাধ্যমে অভিনেত্রী স্ত্রী'র সঙ্গে এখন আর খুব বেশি দেখা যায় না নায়ককে। একাই ঘুরতে চলে যান স্ত্রী। এক্ষেত্রে অবশ্য যুক্তি, অভিনেতা বর ব্যস্ত থাকায় একা ঘুরতে যান তিনি। বিন্দুমাত্র দূরত্ব বাড়েনি তাদের মধ্যে, এমনটাই বক্তব্য এই জুটির।
তবে শুটিং ফ্লোরে চলছে অন্য গল্প। ক্যামেরা বন্ধ থাকলেও মেকআপ রুমে অনেকটা সময় একসঙ্গে কাটান নায়ক-নায়িকা। শুধু তাই নয়,আগের থেকে নায়কের স্বভাবেও এসেছে পরিবর্তন। নায়িকা অনেকদিন ধরে প্রেম করলেও সম্প্রতি বিচ্ছেদ হয়েছে তাঁর। আগে সব ঠিকঠাক থাকলেও এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই প্রেমিকের সঙ্গে দূরত্ব বাড়ছিল নায়িকার। ক্যামেরার ওপারে তাঁদের প্রেমের পরিণতি কী হয়, এখন সেটাই দেখার।
