নিজস্ব সংবাদদাতা: নবদম্পতি হিসাবে এক সপ্তাহ কাটিয়ে ফেললেন অভিনেতা-জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। কর্মজীবনে দু'জনেই এখন নিজেদের ধারাবাহিক নিয়ে ব্যস্ত। তবে বিয়ের ঘোর যেন কিছুতেই আর কাটছে না তাঁদের। ফুলশয্যায় শ্বেতাকে কি উপহার দিলেন রুবেল? 

 

বৈদিক মতেই বিয়ে করেছেন রুবেল শ্বেতাকে। অভিনেত্রীর কাছে তা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। বিয়ের বেশিরভাগ দায়িত্ব একাই সামলাতে হয়েছে শ্বেতাকে। এই মুহূর্তে দমদমে শ্বেতার বাড়িতে দু'জনে থাকলেও সপ্তাহ শেষে বারাসাতে রুবেলের বাড়িতে গিয়ে সময় কাটাচ্ছেন নবদম্পতি। দুই পরিবারকে ব্যালেন্স করেই নতুন সংসার জীবন শুরু করেছেন রুবেল-শ্বেতা। তবে জানেন কি, ফুলশয্যার রাতে শ্বেতাকে কী উপহার দিয়েছিলেন রুবেল? এবং সেই বিশেষ উপহার সব সময় নিজের হাতেই পরে রয়েছেন অভিনেত্রী। তা হল, একটি সোনার আংটি। যাতে নকশা করা রয়েছে, এভিল আই, যা শ্বেতার অত্যন্ত পছন্দ। শ্বেতা জানালেন, তিনি নিজেই এমন একটি আংটি কিনবেন ভেবেছিলেন, আগে দেখেও ছিলেন। তাই রুবেলের থেকে এই উপহারটি ফেয়ে স্বভাবতই দারুণ খুশি হয়েছেন। 

 

সব নিয়ম সুন্দর করে মেনে বিয়ে করেছেন রুবেল-শ্বেতা। এমনকি মঙ্গলবার শুটিং শেষে বারাসাতে অষ্টমঙ্গলায় যাওয়ার কথাও জানালেন অভিনেত্রী। বর্তমানে দুই পরিবারকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন নবদম্পতি। তবে কাজের ব্যস্ততার দরুণ এইমুহূর্তে মধুচন্দ্রিমায় তাঁরা যেতে পারবেন না বলেই জানালেন শ্বেতা।