নিজস্ব সংবাদদাতা: অপহরণ এবং ধর্ষণের মামলায় মধ্যরাতে গ্রেফতার হলেন বাংলাদেশি গায়ক মইনুল আহসান নোবেল। জানা গিয়েছে, সোমবার রাত দু'টোয় ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয় নোবেলকে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ডেমরার সারুলিয়ার আমতলায় এক মহিলাকে নোবেলের বাড়ি থেকে উদ্ধার করা হয়। 

 

 

তারপরই কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। তবে নোবেলের গ্রেফতার হওয়ার ঘটনা প্রথমবার নয়, এর আগেও পরকীয়া এবং মাদকাসক্তির কারণে এই গায়ককে গ্রেফতার করা হয়েছে। স্ত্রীর উপর অত্যাচার, পরকীয়া সহ নানা ধরনের অভিযোগ আগেও তোলা এসেছে গায়কের বিরুদ্ধে। 

 

 

জি বাংলার 'সারেগামাপা'য় বিজয়ী হওয়ার পর থেকেই বদলাতে থাকেন নোবেল। অত্যন্ত খারাপ ব্যবহার শুরু করেন একাধিক মানুষের সঙ্গে। শুধু তাই নয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও কুমন্তব্য করতে পিছপা হননি নোবেল। তবে সমাজমাধ্যমে বিতর্কের পর ক্ষমাও চেয়েছিলেন এই গায়ক। যদিও তাতেও বদলাননি নিজের জীবনযাত্রা। 

 

একজন মহিলাকে অপহরণ করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ নোবেলের বিরুদ্ধে। অবশেষে সেই মহিলা মামলা করার পর মঙ্গলবার পুলিশের হেফাজতে নোবেল মইনুল আহসান। নোবেলের চরিত্র এবং স্বভাবের কারণে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় অনেকদিন আগেই। বিয়ে নিয়ে ও বিতর্ক তৈরি হয় গায়কের। এরপর যদিও আবার লুকিয়ে বিয়ে করেন তিনি। এমনকী বিয়ের পর প্রকাশ্যে আনেননি স্ত্রীর পরিচয়। 

 

 

একসময় তাঁর গানে মুগ্ধ ছিলেন অগুণতি মানুষ। তবে পরে আর গানের কারণে নয়, তাঁর জীবন নিয়ে বিতর্কের কারণে একসময় হইচই পড়ে যায় দুই বাংলায়। এবারও তার অন্যথা হল‌ না‌‌। যদিও এখনও পর্যন্ত নোবেলের পক্ষ থেকে কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি।