শেষরক্ষা হল না। মারণ রোগের কাছে হার মানলেন অভিনেত্রী শ্রাবণী বণিক। বহুদিন ধরেই ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুস ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন অভিনেত্রী। কয়েক সপ্তাহ ধরে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। ভর্তিও ছিলেন হাসপাতালে। কিন্তু সোমবার সকাল ন'টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণী। 

 

 

ক্যানসারের চিকিৎসা ব্যায়বহুল। তাই মায়ের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় আর্থিক সাহায্য চেয়েছিলেন শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ। 
সোশ্যাল মিডিয়ায় অচ্যুত যে পোস্ট করেছিলেন সেখানে লেখা ছিল, ‘আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রাবণীর ছেলের আবেদন। ক্যান্সারে আক্রান্ত। আপনাদের সকলের সাহায্য চাই। সকলেই এগিয়ে আসুন। অদ্ভুত আদর্শ ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম কোটাতেও মায়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের আবেদন জানিয়েছেন।’


আবেদন জানিয়ে অচ্যুত লিখেছিলেন, ‘আমি আমার মা শ্রাবণী বণিকের জন্য অর্থ সংগ্রহ করছি। আমার মা ফুসফুস ক্যান্সার এবং মেটাস্টেসিসে ভুগছেন। আমরা সকলেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার চেষ্টা করছি। কিন্তু সমস্ত চিকিৎসা নিয়ে প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন।’


অচ্যুত আরও লিখেছিলেন, ‘যেহেতু এই বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করা সময় সাপেক্ষে ব্যাপার তাই আপনাদের সকলের কাছে সাহায্যের অনুরোধ চাইছি। আপনারা প্রত্যেকে যদি অল্প সাহায্য করেও এগিয়ে আসেন সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনাদের সাহায্য এবং শুভেচ্ছা জন্য আমরা কৃতজ্ঞ থাকব।’

 

পোস্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কিউআর কোডও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন অচ্যুত। কিন্তু শারীরিক অবস্থা আর স্থিতিশীল হল না অভিনেত্রীর। না ফেরার দেশেই পাড়ি দিলেন তিনি।

 

আজকাল ডট ইন-কে পরিচালক বাবু বণিক বলেন, "ওঁর মৃত্যুতে আমরা স্তম্ভিত। অনেকদিনের বন্ধু আমরা। শেষ সময়টা খুব কষ্ট পেয়েছে। কাজ থেকেও অনেকদিন দূরে ছিল। ভাবতেই পারছি না শ্রাবণী আর নেই। হাসপাতালেই আছি সকাল থেকে। আজ বিকেলের দিকে নিমতলা শ্মশানে শেষকৃত্য হবে ওঁর।"

 


প্রসঙ্গত, 'লালকুঠি', 'রাঙা বউ', 'গোধূলী আলাপ', 'সোহাগ চাঁদ'-এর মতো প্রতিটি ধারাবাহিকেই শ্রাবণীর অভিনয় সকলের নজর কেড়েছিল। বড়পর্দাতেও তাঁর কাজ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। 'আলো','চাঁদের বাড়ি'র মতো ছবিতে তাঁকে দেখেছিলেন দর্শক। 'সোহাগ চাঁদ'-ই শ্রাবণীর অভিনীত শেষ ধারাবাহিক ছিল।