বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের পরিবারে এখন শোকের ছায়া। রবিবার নিজের অত্যন্ত প্রিয় পোষ্য সারমেয় 'অ্যাঞ্জেল'-কে হারালেন অভিনেতা। দীর্ঘদিনের এই সঙ্গীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বরুণ। সমাজমাধ্যমে একটি অত্যন্ত আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি তাঁর অনুরাগীদের এই দুঃসংবাদ জানিয়েছেন। বরুণ তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অ্যাঞ্জেলের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের একটি ভিডিও কোলাজ শেয়ার করেছেন।
সেখানে দেখা যাচ্ছে, কখনও তিনি অ্যাঞ্জেলের সঙ্গে খেলছেন, কখনও আবার তাকে আদরে ভরিয়ে দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, "শান্তিতে ঘুমাও অ্যাঞ্জেল। আজ স্বর্গে আরও একজন দেবদূত (অ্যাঞ্জেল) যোগ দিল। এক অসাধারণ পোষ্য এবং জয়ীর (বরুণের অন্য কুকুর) দিদি হয়ে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আমরা তোমায় খুব মিস করব। আবার দেখা হবে।"
অ্যাঞ্জেলের প্রয়াণে শোক প্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। শিল্পা শেঠি, মৌনি রায়ের মতো তারকারা বরুণের পোস্টে কমেন্ট করে সমবেদনা জানিয়েছেন। শিল্পা শেঠি লিখেছেন, 'মন থেকে সমবেদনা জানাই বরুণ।' অন্যদিকে, বরুণের অনুরাগীরাও এই কঠিন সময়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন এবং কমেন্ট বক্সে শোকবার্তায় ভরিয়ে দিয়েছেন।
বরুণ ধাওয়ান বরাবরই পশুপ্রেমী হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল তাঁর পোষ্যরা। বরুণের কথায়, "আমি আমার পোষ্য এবং আমার সন্তানের মধ্যে কোনও ফারাক দেখি না।" অভিনেতা আরও জানান যে, তাঁর প্রথম পোষ্য 'জয়ী' আসার পর থেকেই তাঁর জীবনধারা এবং চিন্তাভাবনা আমূল বদলে গিয়েছিল। পশুদের প্রতি অকৃত্রিম ভালবাসা থেকে তিনি বরাবরই পথ কুকুরের অধিকার নিয়ে সরব হয়েছেন। এমনকী সুপ্রিম কোর্টের পথকুকুর সংক্রান্ত নির্দেশের বিরুদ্ধেও তিনি আওয়াজ তুলেছিলেন।
বরুণের অনুরাগীরা জানেন, অভিনেতা তাঁর ব্যস্ত শিডিউলের মধ্যেও পোষ্যদের জন্য সময় বের করতে কখনও ভুলতেন না। অ্যাঞ্জেল কেবল বরুণের পোষ্য ছিল না, সে ছিল ধাওয়ান পরিবারের সদস্য। তার মৃত্যুতে বরুণের বাড়িতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। গত কয়েক বছর ধরে অ্যাঞ্জেলের সঙ্গে বরুণের কাটানো মুহূর্তগুলো এখন কেবল স্মৃতি হিসেবেই রয়ে গেল। তাই অভিনেতার এই আবেগঘন বিদায়বার্তা দেখে চোখে জল এসেছে নেটিজেনদেরও।
