অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি প্রতারণার অভিযোগের জবাব দিয়েছেন। বিষয়টি সামনে আসে যখন একটি অনলাইন ফ্যাশন ব্র্যান্ড অপোনিয়া তিশার বিরুদ্ধে অভিযোগ করে যে, তিনি একটি শাড়ি নেওয়ার পর চুক্তি অনুযায়ী তা প্রচার করেননি। এই বিতর্ক সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার ঝড় তুলে দিয়েছে।
ব্র্যান্ডের মালিক ঝিনুক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে চলতি বছরের জানুয়ারিতে। তিশা একটি হলুদ জামদানি শাড়ি, যার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা, বেছে নেন। অভিনেত্রীর জনপ্রিয়তা বিবেচনা করে ঝিনুক শর্তসাপেক্ষে শাড়িটি উপহার দেন। শর্ত ছিল তিশা শাড়ি পরে ছবি তুলবেন এবং নিজের সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটি প্রচার করবেন। তিশা নাকি সেই শর্তে সম্মতি দেন এবং শাড়িটি তাঁর বাড়িতে পৌঁছে যায়।
কিন্তু প্রায় দশ মাস পার হয়ে যাওয়ার পরও নাকি তিশা শর্ত অনুযায়ী কোনও প্রচার করেননি। ঝিনুক মিডিয়াকে জানান, তিশা একাধিক ভয়েস মেসেজ পাঠিয়ে বলেছিলেন শীঘ্রই কাজটি করা হবে, কিন্তু পরে একেবারেই যোগাযোগ বন্ধ করে দেন। এখন উদ্যোক্তা শাড়ির মূল্য পরিশোধ অথবা আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগের জবাবে তিশা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘একটি উপহার নিয়েছি আর এখন আমি প্রতারক? হাস্যকর! এবং যদি সঠিকভাবে ফোটোশুট করতে চান, তবে টাকা কোথায়? অদ্ভুত ব্যবসায়ী! আপনার তথাকথিত উপহারের প্রতি আমার শুভেচ্ছা।’
এই বিতর্ক এমন সময়ে এসেছে যখন তিশা শাকিব খানের সঙ্গে তার প্রথম ছবি ‘সোলজার’এর শুটিং নিয়ে ব্যস্ত। ছবির পরিচালক শাকিব ফাহাদ। তিশা এখনও এই ছবি সম্পর্কে প্রকাশ্য মন্তব্য করেননি এবং সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করেননি।
তবে সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানেও তিনি নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছেন। বলেন, “আমি একটি নতুন যাত্রা শুরু করেছি। এটি একটি সম্মিলিত প্রচেষ্টা, তাই আমি এখন বেশি কিছু বলতে পারছি না। শুধু সবাইকে প্রার্থনা করার অনুরোধ— যাতে আমি এই নতুন ধাপে ভাল ভাবে কাজ করতে পারি।’
‘সোলজার’ একটি দেশপ্রেমিক অ্যাকশন-ড্রামা চলচ্চিত্র, যা সহিষ্ণুতা, সংগ্রাম এবং আশার গল্প বলবে। ছবিতে শাকিব এবং তিশার পাশাপাশি রয়েছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ এবং জন্নাতুল ফেরদৌস ঐশী। বর্তমানে শুটিং চলছে। এবং চলতি বছরের শেষের দিকে ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে।
তিশা বাংলাদেশি বিনোদন জগতে তাঁর দক্ষতা ও পারফরম্যান্সের জন্য সুপরিচিত। মূলত টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া তিশা ধীরে ধীরে বড় পর্দার দিকে নজর দিয়েছেন। তিনি একাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, যা দর্শকদের মধ্যে তাকে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
তিশা শুধু অভিনয়েই নয়, ফ্যাশন এবং সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয়। স্টাইলিশ লুক এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতি তাঁকে নতুন প্রজন্মের অনুরাগীদের মধ্যে জনপ্রিয় করেছে। অনলাইন ব্র্যান্ড এবং বিভিন্ন প্রচারে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের প্রভাব বাড়িয়েছেন, যা সাম্প্রতিক বিতর্কের মধ্যেও তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।
