সময় একেবারেই ভাল যাচ্ছে না পরীমণির। বাংলাদেশের নায়িকার উপর দিয়ে একের পর এক ঝড়। সম্প্রতি শ্বাসকষ্টের জেরে ছেলেকে নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। এবার অসুস্থ তাঁর দেড় বছরের মেয়েও।
একটি ফেসবুক পোস্ট করে পরীমণি নিজেই জানিয়েছেন পরিবারের অসুস্থতার কথা। লিখেছেন, ‘আমার মেয়ে আই সি ইউ তে! আমার ছেলের ১০২ জ্বর।আমার ১০৩.৫ জ্বর,কাশি, শ্বাসকষ্ট। আল্লাহ!’
বাংলাদেশের আলোচিত অভিনেত্রীর পরিবারের অসু্স্থতার কথা প্রকাশ্যে আসার পর থেকেই উদ্বিগ্ন তাঁর ভক্তরা। পরীমণি এবং তাঁর দুই সন্তানের দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।
পরীমণির ছেলের জন্ম ২০২২ সালে। গত বছর একটি কন্যাসন্তান দত্তক নেন অভিনেত্রী। নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। অভিনয়ের থেকে বেশি নানা বিতর্কের কারণে চর্চায় থাকলেও আপাতত দুই সন্তানকে ঘিরেই আবর্তিত তাঁর জীবন।
কয়েক দিন আগেই সন্তান-সহ হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। আচমকা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে যেতে হয় তাঁকে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে তেমনই খবর।
পরীমণি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁর ছেলে পদ্মর জ্বর। পরীমণির ঘনিষ্ট বৃত্তের একজন জানান, নায়িকা তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভোগায় নির্দিষ্ট সময় অন্তর নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক। রবিবার দুপুরে জানা যায়, আপাতত সুস্থ পরীমণি। শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। তবে সমস্যা পুরোপুরি মেটেনি। প্রচণ্ড জ্বরে ভুগছেন অভিনেত্রী। চিকিৎসার মাধ্যমে তাঁকে সারিয়ে তোলার চেষ্টা হচ্ছে। শরীরে ব্যথাও আছে।
নিজের অবস্থার কথা একটি ফেসবুক পোস্টে জানিয়েছেন পরীমণি। লিখেছেন, ‘এই শহরের একটি বেসরকারি হাসপাতালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক!’
দিন কয়েক আগেই ঘটা করে একটি পাঁচতারা হোটেলে কাছের মানুষদের নিয়ে ছেলের জন্মদিন পালন করেছিলেন পরীমণি। আনন্দের মুহূর্ত নেটমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেও হাসপাতালে ভর্তি হতে হয় পরীমণিকে। প্রচণ্ড জ্বরে ভুগছিলেন অভিনেত্রী। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অনুরাগীদের অসুস্থতার কথা জানিয়েছিলেন।
২০২১ সালে ভালবেসে বিয়ে করেন পরীমণি এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ। ওপার বাংলার পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ছবির সেটে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁদের আলাপ। তারপর সেই আলাপ থেকে প্রেম। ধুমধাম করে অনুষ্ঠানের মাধ্যমে সম্পর্কে স্বীকৃতি দিয়েছিলেন তাঁরা। তবে বিয়ে বছর ঘুরতেই তাল কাটে দাম্পত্যের। ছাদ আলাদা হয় রাজ এবং পরীমণির। দুই সন্তানকে আপাতত একাই সামলাচ্ছেন নায়িকা।
