নিজস্ব সংবাদদাতা: অন্তবর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেও শান্ত হয়নি বাংলাদেশ। ঢাকা সহ পদ্মাপারের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ, লুঠের খবর পাওয়া যাচ্ছে। দেশের শাসনব্যবস্থা হোক কিংবা শান্তি ফেরানোর আর্জি- মুখ খুলেছেন বাংলাদেশের প্রখ্যাত ও জনপ্রিয় শিল্পীরা। সমাজমাধ্যমে ছাত্র আন্দোলনে পুলিশের গুলি চালানোর তীব্র প্রতিবাদ করা ছাড়া নীরব ছিলেন চঞ্চল চৌধুরী। তবে চুপ থেকেও হয়রান হতে হয়েছে তাঁকে। কীভাবে? তা জানাতে তাই শেষমেশ খানিক বাধ্য হয়েই মুখ খুললেন 'পদাতিক' অভিনেতা।
শুক্রবার সমাজমাধ্যমে একটি বিবৃতি পেশ করেছেন চঞ্চল। সেই বিবৃতিতে স্পষ্টভাবে তিনি জানান, তাঁর নাম নিয়ে বিভিন্ন জায়গায় ভুয়ো খবর তৈরি করা হচ্ছে। সেই প্রকাশিত হওয়া বিবৃতিসমূহের সঙ্গে যে তাঁর কোনও যোগাযোগ নেই সেকথাও জানাতে ভোলেননি 'তুফান' ছবির এই অভিনেতা।
সমাজমাধ্যমে ঠিক কী লিখেছেন পর্দার 'মৃণাল সেন'?
" আমি চঞ্চল চৌধুরী বলছি…….
আমার নাম ব্যবহার করে কোন বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে,সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়,তার দায় আমার নয়।
কারন এখন পর্যন্ত আমি কোন পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে কোন বক্তব্য দেইনি।
আমি সাধারন একজন শিল্পী।
পেশাগত কারন ছাড়া কোন কিছুর সংগে আমার কোন সম্পৃক্ততা নেই।
আমার মায়ের চরম অসুস্থ্যতাজনিত কারনে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই।
দেশে শান্তি বিরাজ করুক,
সকলের মঙ্গল হোক"॥
এই পোস্টের সুবাদে সরাসরি কোনও বিষয়ে বিরোধিতা কিংবা সমর্থন না জানালেও বাংলাদেশ জুড়ে যেন শান্তি নেমে আসে, 'সকলের মঙ্গল হোক'- লেখার মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন তিনি।
শুক্রবার সমাজমাধ্যমে একটি বিবৃতি পেশ করেছেন চঞ্চল। সেই বিবৃতিতে স্পষ্টভাবে তিনি জানান, তাঁর নাম নিয়ে বিভিন্ন জায়গায় ভুয়ো খবর তৈরি করা হচ্ছে। সেই প্রকাশিত হওয়া বিবৃতিসমূহের সঙ্গে যে তাঁর কোনও যোগাযোগ নেই সেকথাও জানাতে ভোলেননি 'তুফান' ছবির এই অভিনেতা।
সমাজমাধ্যমে ঠিক কী লিখেছেন পর্দার 'মৃণাল সেন'?
" আমি চঞ্চল চৌধুরী বলছি…….
আমার নাম ব্যবহার করে কোন বিদেশী/দেশী পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে,সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়,তার দায় আমার নয়।
কারন এখন পর্যন্ত আমি কোন পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন বিষয়ে কোন বক্তব্য দেইনি।
আমি সাধারন একজন শিল্পী।
পেশাগত কারন ছাড়া কোন কিছুর সংগে আমার কোন সম্পৃক্ততা নেই।
আমার মায়ের চরম অসুস্থ্যতাজনিত কারনে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশী সক্রিয় নই।
দেশে শান্তি বিরাজ করুক,
সকলের মঙ্গল হোক"॥
এই পোস্টের সুবাদে সরাসরি কোনও বিষয়ে বিরোধিতা কিংবা সমর্থন না জানালেও বাংলাদেশ জুড়ে যেন শান্তি নেমে আসে, 'সকলের মঙ্গল হোক'- লেখার মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন তিনি।
